Ajker Patrika

পাটুরিয়া ফেরি ঘাটে ছিনতাইকৃত মোবাইল ফোনসহ গ্রেপ্তার পাঁচ

শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি
পাটুরিয়া ফেরি ঘাটে ছিনতাইকৃত মোবাইল ফোনসহ গ্রেপ্তার পাঁচ

মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরিঘাটে ঈদে ঘরমুখো যাত্রীদের মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগে পাঁচ তরুণকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৪–এর একটি দল। এ সময় তাঁদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে পাঁচটি মোবাইল ফোন। আজ শুক্রবার র‍্যাব-৪ এর সিপিবি-৩ কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আরিফ হোসেন বিষয়টি জানিয়েছেন। 

গ্রেপ্তারকৃতরা হচ্ছেন মনির হোসেন (৩৫), মো. আলিমুল্লাহ (২৭), মো. হিরু শেখ (২২), মো. রাসেল (২০) ও আল-আমিন মোল্লা (২৪)। এরা দীর্ঘদিন ধরে পাটুরিয়া ঘাট এলাকায় ছিনতাইসহ বিভিন্ন অপকর্ম করে আসছিল। 

র‍্যাব ও ঘাটসংশ্লিষ্ট সূত্র জানায়, ঈদকে সামনে রেখে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে মূলত বৃহস্পতিবার থেকে যানবাহন ও যাত্রী চাপ বাড়ার সুযোগে ছিনতাইকারী, মলম পার্টি, অজ্ঞান পার্টির সদস্যরা সক্রিয় হয়ে ওঠে। এরই মধ্যে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে ছিনতাইকারীদের বিরুদ্ধে অভিযানে নামে র‍্যাব-৪ এর সিপিসি-৩ মানিকগঞ্জের একটি দল। অভিযানে ছিনতাইকারী দলের এ পাঁচ সদস্যকে আটকসহ তাঁদের কাছ থেকে পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। 

র‍্যাব-৪ মানিকগঞ্জের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আরিফ হোসেন জানিয়েছেন, ঈদে পাটুরিয়া ও আরিচা ঘাট এলাকায় ছিনতাই, চাঁদাবাজি রোধ ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে র‍্যাব সদস্যরা কাজ করছেন। গ্রেপ্তারকৃত ছিনতাইকারীর বিরুদ্ধে শিবালয় থানায় মামলা হয়েছে। 

শিবালয় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহিন জানিয়েছেন, র‍্যাবের হাতে গ্রেপ্তার ছিনতাইকারীদের আদালতের মাধ্যমে কোর্টে প্রেরণ করা হয়েছে। ঈদে ঘাট এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জর্ডান-মিসরকে নিয়ে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান নেতানিয়াহু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত