ডামুড্যা, (শরীয়তপুর) প্রতিনিধি
ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়নের প্রিয়কাঠি গ্রামে প্রেমিকার ঘরের জানালার সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁর নাম সরোয়ার হোসেন কাজল (২৬)। ময়নাতদন্তের জন্য মৃতদেহ শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে।
সরোয়ার হোসেন কাজলের বাবা আলী আফজাল খান জানান, কাজল এমবিএ ফাইনাল পরীক্ষা দিয়ে ফলাফলের জন্য অপেক্ষা করছিলেন। পাশাপাশি একটি ওষুধ কোম্পানিতে কাজ করতেন। হঠাৎ করে গতকাল শুক্রবার বিকেলে বাড়ি আসেন। বন্ধুদের সঙ্গে দেখা-সাক্ষাৎ করে রাতে খাবার খেয়ে শুয়ে পড়েন। বাড়ির লোকজনও শুয়ে পড়ে। কারও ফোন পেয়ে কাজল বাইরে যান।
আলী আফজাল বলেন, ‘গভীর রাতে হাসপাতাল থেকে ফোন আসে আমার বাবায় মারা গেছে! কেউ বলে গলায় ফাঁসি দিয়েছে, আবার কেউ বলে ওকে কেউ মেরে ঝুলিয়ে রেখেছে। আমি আসল সত্য জানতে চাই। আর যদি কেউ আমার বাজানেরে হত্যা করে থাকে, তাহলে এর সঠিক বিচার চাই।’
পরিবারের সূত্রে জানা যায়, তিন ভাই ও এক বোনের মধ্যে কাজল সবার ছোট। পাশের বাড়ির অনার্স পড়ুয়া সিথিনের (২১) সঙ্গে তাঁর দীর্ঘ পাঁচ বছরের প্রেমের সম্পর্ক। সাম্প্রতিক সময়ে তাঁদের মধ্যে কোনো মনোমালিন্য হয়েছে বলেও কেউ জানেন না।
নিজ ঘরের জানালায় প্রেমিকের ঝুলন্ত মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন সিথিন। তাঁর চিৎকার শুনে লোকজন এসে কাজলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
সিথিনের মা হালিমা বেগম বলেন, ‘আমার মেয়ে কান্না করতে করতে অচেতন হয়ে যায়। এখন তাকে ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রেখেছি।’
ডামুড্যা থানার ওসি শরীফ আহমেদ বলেন, ‘কাজল নামের এক যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। এ বিষয়ে ডামুড্যা থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। তদন্ত রিপোর্ট পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়নের প্রিয়কাঠি গ্রামে প্রেমিকার ঘরের জানালার সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁর নাম সরোয়ার হোসেন কাজল (২৬)। ময়নাতদন্তের জন্য মৃতদেহ শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে।
সরোয়ার হোসেন কাজলের বাবা আলী আফজাল খান জানান, কাজল এমবিএ ফাইনাল পরীক্ষা দিয়ে ফলাফলের জন্য অপেক্ষা করছিলেন। পাশাপাশি একটি ওষুধ কোম্পানিতে কাজ করতেন। হঠাৎ করে গতকাল শুক্রবার বিকেলে বাড়ি আসেন। বন্ধুদের সঙ্গে দেখা-সাক্ষাৎ করে রাতে খাবার খেয়ে শুয়ে পড়েন। বাড়ির লোকজনও শুয়ে পড়ে। কারও ফোন পেয়ে কাজল বাইরে যান।
আলী আফজাল বলেন, ‘গভীর রাতে হাসপাতাল থেকে ফোন আসে আমার বাবায় মারা গেছে! কেউ বলে গলায় ফাঁসি দিয়েছে, আবার কেউ বলে ওকে কেউ মেরে ঝুলিয়ে রেখেছে। আমি আসল সত্য জানতে চাই। আর যদি কেউ আমার বাজানেরে হত্যা করে থাকে, তাহলে এর সঠিক বিচার চাই।’
পরিবারের সূত্রে জানা যায়, তিন ভাই ও এক বোনের মধ্যে কাজল সবার ছোট। পাশের বাড়ির অনার্স পড়ুয়া সিথিনের (২১) সঙ্গে তাঁর দীর্ঘ পাঁচ বছরের প্রেমের সম্পর্ক। সাম্প্রতিক সময়ে তাঁদের মধ্যে কোনো মনোমালিন্য হয়েছে বলেও কেউ জানেন না।
নিজ ঘরের জানালায় প্রেমিকের ঝুলন্ত মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন সিথিন। তাঁর চিৎকার শুনে লোকজন এসে কাজলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
সিথিনের মা হালিমা বেগম বলেন, ‘আমার মেয়ে কান্না করতে করতে অচেতন হয়ে যায়। এখন তাকে ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রেখেছি।’
ডামুড্যা থানার ওসি শরীফ আহমেদ বলেন, ‘কাজল নামের এক যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। এ বিষয়ে ডামুড্যা থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। তদন্ত রিপোর্ট পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
ফোনে ওই ব্যক্তি নিজেকে সেনাবাহিনীর মেজর সোহেল পরিচয় দিয়ে জানায়, কিছু শারীরিক সমস্যার কারণে তার ভাই বাদ পড়েছে, তবে চাইলে টাকা দিলে চাকরি নিশ্চিত করে দিতে পারবে। এর পর ঢাকার শাহ আলী থানার একটি হোটেলে ভুক্তভোগীর সঙ্গে দেখা করে ওই ভুয়া মেজর সোহেল রানা। সঙ্গে ছিল আরেক প্রতারক তৈয়বুর রহমান, যাকে ভুক্তভোগী
৩ দিন আগেচাঁদাবাজি ও অবৈধ দখলের অভিযোগে সাম্প্রতিক সময়ে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে ৫৭ শতাংশের বেশি নতুন মুখ। অর্থাৎ পুলিশের হাতে ধরা পড়া ব্যক্তিদের অর্ধেকের কিছু বেশির বিরুদ্ধে অতীতে এ ধরনের অপরাধের কোনো অভিযোগ ছিল না। পুলিশ কর্তৃপক্ষের দেওয়া হিসাবে এ তথ্য পাওয়া গেছে।
৬ দিন আগেআন্তর্জাতিক মানবপাচার চক্রের হোতা আমিনুল ইসলাম (৪৬) ও তার চার সহযোগীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-২। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে র্যাব-২ ও হাজারীবাগ থানা পুলিশের যৌথ অভিযানে রাজধানীর উত্তরা পশ্চিম থানার ১১ নম্বর সেক্টর থেকে তাদের
১৮ দিন আগেমেয়ে ঘুমাচ্ছিলেন। রাত সাড়ে ৩টার দিকে তাকে ঘুম থেকে তুলে ধর্ষণ করেন বাবা। ৮ বছর আগের ওই ঘটনায় মামলা হয়েছিল। ওই ঘটনার আগেও আসামি একাধিকবার মেয়েকে ধর্ষণ করেন। ফলে মেয়েটি গর্ভবতী হয়ে যায়। ঢাকার কেরানীগঞ্জ মডেল থানা এলাকায় ঘটনাটি ঘটেছিল।
২৫ দিন আগে