Ajker Patrika

ছোট ভাইকে হত্যার ঘটনায় বড় ভাই গ্রেপ্তার 

নরসিংদী প্রতিনিধি
আপডেট : ১০ নভেম্বর ২০২২, ১৪: ২৭
ছোট ভাইকে হত্যার ঘটনায় বড় ভাই গ্রেপ্তার 

নরসিংদীর শিবপুরে জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাই সিরাজ খন্দকারকে (৫০) হত্যার ঘটনায় বড় ভাই ইব্রাহিম খন্দকারকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ভোরে মাধবদী থানার মহিষাশুড়া ইউনিয়নের বথুয়াদী গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আসামি ইব্রাহিম খন্দকার ও মৃত সিরাজ খন্দকার মাছিমপুর ইউনিয়নের মিয়ারগাঁও পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে জমি নিয়ে দুই ভাই ইব্রাহিম ও সিরাজের মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে গতকাল বুধবার সকাল ১০টার দিকে ইব্রাহীম তাঁর স্ত্রী ও ছেলেমেয়েকে নিয়ে ছোট ভাই সিরাজের মুরগির ফার্মে যান। সেখানে গিয়ে সিরাজের ওপর হামলা চালান তাঁরা। পরে দেশীয় অস্ত্র দিয়ে তাঁকে এলোপাতাড়ি মারধর করা হয়। এ সময় সিরাজের ডাকচিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে আসেন এবং তাঁকে উদ্ধার করে শিবপুর হাসপাতালে নিয়ে যান। তবে তাঁর অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে নরসিংদী সদর হাসপাতালে পাঠায়। নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক সিরাজ খন্দকারকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও বলেন, ঘটনার পরপরই ইব্রাহিম তাঁর পরিবারের সদস্যদের নিয়ে পালিয়ে যান। পরে গোপন তথ্যের ভিত্তিতে ২৪ ঘণ্টার মধ্যেই আজ বৃহস্পতিবার ভোরে বথুয়াদী গ্রাম থেকে ইব্রাহিমকে গ্রেপ্তার করা হয়। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত