প্লিজ মাত্র সাতটি দিন
জানি, আপনার মনে অনেক প্রশ্ন আছে। প্রায় দেড় বছর ধরেই তো এই প্রশ্নগুলো করে যাচ্ছেন। এবারও হয়তো আপনি সেই একই প্রশ্ন তুলবেন। আপনাকে একটা অনুরোধ করি, প্লিজ, এবারের জন্য অন্তত প্রশ্নগুলো পাশে সরিয়ে রাখেন। অন্তত এই সপ্তাহটা, সম্ভব হলে পনেরোটা দিন।