Ajker Patrika

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

দক্ষিণ আফ্রিকায় কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীদের গুলিতে মীর হোসেন মিরাজ নামের এক বাংলাদেশি যুবকের নিহত হয়েছেন। নিহত মিরাজ কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের দত্তসার গ্রামের সফিকুর রহমানের ছেলে। 

আজ বুধবার দুপুরে নিহতের মামা শ্বশুর শামিম আহমেদ তথ্যটি নিশ্চিত করেছেন। 
 
শামিম আহমেদ জানান, মিরাজ জীবিকা তাগিদে ১২ বছর আগে দক্ষিণ আফ্রিকায় যান। সেখানে ঘাটেং প্রদেশের বেনানী এলাকায় তিনি আরও কয়েকজন বাংলাদেশির সঙ্গে অংশীদারি ব্যবসা করতেন। গত সোমবার আনুমানিক রাত ১০টায় কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীরা মিরাজের রুমে ঢুকে আরেক রুমমেটসহ মিরাজকে বাথরুমের ভেতর আটকে রাখে। এ সময় মিরাজকে গুলি চালিয়ে সন্ত্রাসীরা স্থান ত্যাগ করে। এর কিছুক্ষণ পরেই তাঁর মৃত্যু হয়। নিহত মিরাজের দুই কন্যা সন্তানের জনক। 

আলকরা ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক হেলাল বলেন, ‘আমি শুনেছি ছেলেটার মৃত্যুর কথা। খুবই দুঃখজনক বিষয়। তাঁর পরিবার যদি মরদেহ আনা বা অন্য কোনো বিষয়ে সহযোগিতা চায়, আমরা তা করব।’

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভরঞ্জন চাকমা বলেন, ‘আমি ফেসবুকে তাঁর মৃত্যুর খবর পেয়েছি। তবে কেউ আমাদের এই বিষয়ে অবহিত করেননি। কোনো সাহায্য প্রয়োজন হলে আমরা অবশ্যই তা করব।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত