Ajker Patrika

চিংড়িঘের থেকে যুবকের লাশ উদ্ধার

সাতক্ষীরা ও আশাশুনি প্রতিনিধি
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২১, ১৩: ২৬
চিংড়িঘের থেকে যুবকের লাশ উদ্ধার

সাতক্ষীরার আশাশুনি উপজেলার শ্রীউলা গ্রামের একটি চিংড়িঘের থেকে গতকাল বৃহস্পতিবার সকালে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল।

নিহতের নাম গোলাম রসুল সরদার ওরফে ডাবলু (২৭)। তিনি আশাশুনি উপজেলার শ্রীউলা গ্রামের কোহিনুর সরদারের ছেলে।

নিহতের ভাই বাবলু সরদার জানান, সাংসারিক বিরোধের কারণে ডাবলুর স্ত্রী তিন বছরের একমাত্র পুত্র সন্তানকে রেখে এক মাস আগে বাপের বাড়ি কোলা গ্রামে চলে যান। পরে ডাবলুকে তালাক দেওয়ায় বিরোধ চলে আসছিল। গত বুধবার রাতে শ্রীউলা মাঝেরপাড়া জামে মসজিদের মাঠে মাহফিল শুনতে যায় ডাবলু। তারপর তিনি আর বাড়ি ফেরেননি।

সকালে স্থানীয় রাশেদের ঘেরে ডাবলুর লাশ দেখতে পেয়ে তাঁদের ও পুলিশে খবর দেয় স্থানীয় জনগণ। ডাবলুর দুই চোখ, কপাল গলা, বাম পায়ের হাঁটুর নিচে ও অণ্ডকোষে আঘাতের চিহ্ন রয়েছে। স্থানীয়দের ধারণা, তাঁকে নির্যাতন করে মেরে ফেলা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গোলাম কবীর বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর রহস্য উন্মোচনে পুলিশ তদন্ত শুরু করেছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ: নবনির্বাচিত ভিপি মৃদুল, জিএস রায়হান

মোদিজি—বিহারে কোনো বাংলাদেশি নেই, তবে দিল্লিতে আপনার বোন বসে আছেন: ওয়াইসি

অধ্যক্ষকে ধাক্কাতে ধাক্কাতে বের করে দেওয়া হলো কলেজ থেকে

হাফ হাতা পোশাক পরে নামাজ আদায় করা যাবে কি?

যুক্তরাষ্ট্রের সহায়তায় পারমাণবিক শক্তির অধিকারী হবে তুরস্ক, চুক্তি স্বাক্ষর

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত