কালাই (জয়পুরহাট) প্রতিনিধি
জয়পুরহাটের কালাইয়ে জুয়া খেলার অপরাধে নয়জনকে আটক করেছে জেলা ডিবি পুলিশ। গত সোমবার বিকেলে উপজেলার রাঘবপুর গ্রাম থেকে তাঁদের আটক করা হয়।
এ ঘটনায় জেলা ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) আমিরুল ইসলাম বাদী হয়ে সোমবার রাতে মামলা দায়ের করেন।
আটককৃতরা হলেন, উপজেলার জগডুম্বর গ্রামের আজিজুর রহমান, রাঘবপুর গ্রামের বাদশা সেকেন্দার, মোফাজ্জল হোসেন, জনি মন্ডল, শফিকুল ইসলাম, নাজমুল হোসেন, আমিরুল ইসলাম, গারইল গ্রামের হবিবর রহমান ও হাতিয়র গ্রামের আবু হাসান ।
এজাহার সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে উপজেলার রাঘবপুর গ্রামে জুয়া খেলা চলছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। সেসময় নয়জনকে আটক করা হয় এবং তাঁদের কাছে থেকে জুয়া খেলার সরঞ্জাম জব্দ করা হয়।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক আজকের পত্রিকাকে বলেন, এ বিষয়ে মামলা হয়েছে। আসামিদের গতকাল আদালতে পাঠানো হয়েছে।
জয়পুরহাটের কালাইয়ে জুয়া খেলার অপরাধে নয়জনকে আটক করেছে জেলা ডিবি পুলিশ। গত সোমবার বিকেলে উপজেলার রাঘবপুর গ্রাম থেকে তাঁদের আটক করা হয়।
এ ঘটনায় জেলা ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) আমিরুল ইসলাম বাদী হয়ে সোমবার রাতে মামলা দায়ের করেন।
আটককৃতরা হলেন, উপজেলার জগডুম্বর গ্রামের আজিজুর রহমান, রাঘবপুর গ্রামের বাদশা সেকেন্দার, মোফাজ্জল হোসেন, জনি মন্ডল, শফিকুল ইসলাম, নাজমুল হোসেন, আমিরুল ইসলাম, গারইল গ্রামের হবিবর রহমান ও হাতিয়র গ্রামের আবু হাসান ।
এজাহার সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে উপজেলার রাঘবপুর গ্রামে জুয়া খেলা চলছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। সেসময় নয়জনকে আটক করা হয় এবং তাঁদের কাছে থেকে জুয়া খেলার সরঞ্জাম জব্দ করা হয়।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক আজকের পত্রিকাকে বলেন, এ বিষয়ে মামলা হয়েছে। আসামিদের গতকাল আদালতে পাঠানো হয়েছে।
ফোনে ওই ব্যক্তি নিজেকে সেনাবাহিনীর মেজর সোহেল পরিচয় দিয়ে জানায়, কিছু শারীরিক সমস্যার কারণে তার ভাই বাদ পড়েছে, তবে চাইলে টাকা দিলে চাকরি নিশ্চিত করে দিতে পারবে। এর পর ঢাকার শাহ আলী থানার একটি হোটেলে ভুক্তভোগীর সঙ্গে দেখা করে ওই ভুয়া মেজর সোহেল রানা। সঙ্গে ছিল আরেক প্রতারক তৈয়বুর রহমান, যাকে ভুক্তভোগী
৫ দিন আগেচাঁদাবাজি ও অবৈধ দখলের অভিযোগে সাম্প্রতিক সময়ে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে ৫৭ শতাংশের বেশি নতুন মুখ। অর্থাৎ পুলিশের হাতে ধরা পড়া ব্যক্তিদের অর্ধেকের কিছু বেশির বিরুদ্ধে অতীতে এ ধরনের অপরাধের কোনো অভিযোগ ছিল না। পুলিশ কর্তৃপক্ষের দেওয়া হিসাবে এ তথ্য পাওয়া গেছে।
৯ দিন আগেআন্তর্জাতিক মানবপাচার চক্রের হোতা আমিনুল ইসলাম (৪৬) ও তার চার সহযোগীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-২। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে র্যাব-২ ও হাজারীবাগ থানা পুলিশের যৌথ অভিযানে রাজধানীর উত্তরা পশ্চিম থানার ১১ নম্বর সেক্টর থেকে তাদের
২০ দিন আগেমেয়ে ঘুমাচ্ছিলেন। রাত সাড়ে ৩টার দিকে তাকে ঘুম থেকে তুলে ধর্ষণ করেন বাবা। ৮ বছর আগের ওই ঘটনায় মামলা হয়েছিল। ওই ঘটনার আগেও আসামি একাধিকবার মেয়েকে ধর্ষণ করেন। ফলে মেয়েটি গর্ভবতী হয়ে যায়। ঢাকার কেরানীগঞ্জ মডেল থানা এলাকায় ঘটনাটি ঘটেছিল।
০১ সেপ্টেম্বর ২০২৫