Ajker Patrika

দুর্বৃত্তদের বিষে নিধন ২০ লাখ টাকার মাছ

তিতাস প্রতিনিধি
আপডেট : ৩১ জানুয়ারি ২০২২, ১২: ৪২
দুর্বৃত্তদের বিষে নিধন ২০ লাখ টাকার মাছ

তিতাস উপজেলায় মাছের ঘেরে দুর্বৃত্তরা বিষ প্রয়োগ করে ২০ লক্ষাধিক টাকার মাছ নিধন করেছে বলে অভিযোগ উঠেছে। গত শনিবার রাতের কোনো এক সময় উপজেলার মৌটুপি গ্রামের এ ঘটনা ঘটে। এ সময় পাহারার জন্য তৈরি করা ছাউনি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়।

গতকাল রোববার ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, ঘেরজুড়ে বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে রয়েছে। এর মধ্যে বোয়াল, শোল, গজার, আইড়, রুই, কাতলসহ বিভিন্ন জাতের কার্প ও দেশি ছোট মাছ রয়েছে।

মৌটুপি গ্রামের বাসিন্দা আজাহার খান বলেন, ‘জলাশয়টি আঠারো কানির খাসজমি। এর আয় মৌটুপী ইসলামিয়া দাখিল মাদ্রাসায় ব্যয় করা হয়। এ বছর ৯ লাখ টাকায় পাঁচ বছরের জন্য লিজ নিয়েছেন একই গ্রামের শামীম মেম্বার।’

লিজ গ্রহীতা শামীম মেম্বার বলেন, ‘কয়েক দিনের মধ্যে মাছ ধরার প্রস্তুতি নিচ্ছিলাম। এরই মধ্যে কে বা কারা রাতের আঁধারে জলাশয়ে বিষ প্রয়োগ করে আমার ১৫ থেকে ২০ লাখ টাকার ক্ষতি করেছে।’

জানতে চাইলে তিতাস থানার ওসি সুধীন চন্দ্র দাস বলেন, ‘মাছ মারার বিষয়ে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প: ইউএনও-উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে শুনানি কাল

চীন–রাশিয়া থেকে ভারতকে দূরে রাখতে কয়েক দশকের মার্কিন প্রচেষ্টা ভেস্তে দিচ্ছেন ট্রাম্প: জন বোল্টন

‘হানি ট্র্যাপের’ ঘটনা ভিডিও করায় খুন হন সাংবাদিক তুহিন: পুলিশ

আটজন উপদেষ্টার ‘সীমাহীন’ দুর্নীতির প্রমাণ আছে: সাবেক সচিব

স্ত্রীকে মেরে ফেলেছি, আমাকে নিয়ে যান— ৯৯৯–এ স্বামীর ফোন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত