ভোটের সুষ্ঠু পরিবেশ হলে ৩০০ আসনে প্রার্থী দেবে গণ অধিকার পরিষদ: নুর
গণ অধিকার পরিষদের সদস্যসচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, ‘বিভিন্ন রাজনৈতিক দল যখন সরকারের বিপক্ষে অবস্থান ব্যক্ত করে ইভিএমে ভোট হবে না দাবি জানিয়েছে, সরকার ইভিএম কেনা থেকে পিছিয়ে এসেছে। এটা আমরা মনে করি সরকারের একটি ইতিবাচক পদক্ষেপ।’