Ajker Patrika

ভোটের সুষ্ঠু পরিবেশ হলে ৩০০ আসনে প্রার্থী দেবে গণ অধিকার পরিষদ: নুর

রংপুর প্রতিনিধি
আপডেট : ২৮ জানুয়ারি ২০২৩, ২২: ৩৩
ভোটের সুষ্ঠু পরিবেশ হলে ৩০০ আসনে প্রার্থী দেবে গণ অধিকার পরিষদ: নুর

গণ অধিকার পরিষদের সদস্যসচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, ‘বিভিন্ন রাজনৈতিক দল যখন সরকারের বিপক্ষে অবস্থান ব্যক্ত করে ইভিএমে ভোট হবে না দাবি জানিয়েছে, সরকার ইভিএম কেনা থেকে পিছিয়ে এসেছে। এটা আমরা মনে করি সরকারের একটি ইতিবাচক পদক্ষেপ।’

আজ শনিবার বেলা তিনটার দিকে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে সদস্য ফরম উন্মোচন ও শীতবস্ত্র বিতরণ উদ্বোধন কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। 

নুরুল হক নুর বলেন, ‘বিরোধী দলগুলো যদি রাজপথে গণ-আন্দোলন গড়ে তুলতে পারি, তাহলে একানব্বইয়ের মতো বর্তমান সরকারও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা মেনে নিয়ে একটি সুষ্ঠু নির্বাচনের পথ তৈরি করবে। কিন্তু তার জন্য জনগণের আন্দোলন লাগবে, রাজপথের গণ-আন্দোলন লাগবে।’ 

নুর আরও বলেন, ‘বাংলাদেশের মানুষ অবাধ সুষ্ঠু নির্বাচন চায়। দেশের জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা অন্য সব বিরোধী দলগুলোর সঙ্গে রাজপথে যুগোপযোগী আন্দোলন করব। ভোটের সুষ্ঠু পরিবেশ তৈরি হলে আগামী নির্বাচনে গণ অধিকার পরিষদ ৩০০ আসনে প্রার্থী দেবে। তরুণদের এই দল দেশের জনগণ যেভাবে গ্রহণ করছে। তাতে আমরা বিশ্বাস করি গণ অধিকার পরিষদের নেতৃত্বে সরকার গঠিত হবে।’ 

তিস্তা চুক্তি নিয়ে নুর বলেন, ‘রংপুর পিছিয়ে পড়া অঞ্চল। বিশেষ করে তিস্তা চুক্তি না হওয়ায় এই অঞ্চলের মানুষের শুষ্ক কিংবা বর্ষা মৌসুম দুই সময়ই এ অঞ্চলের মানুষের দুর্ভোগ আরও বেড়ে যায়। দুঃখজনক হচ্ছে আওয়ামী লীগ সরকারের সঙ্গে ভারতের এত সুসম্পর্ক থাকলেও তারা ১৪ বছরে উত্তরে মানুষের যে চাওয়া “তিস্তা চুক্তি” করতে পারেনি।’ 

এ সময় গণ অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক ও রংপুর বিভাগীয় সমন্বয়ক হানিফ খান সজিব, সহকারী সদস্যসচিব ও রংপুর বিভাগীয় সমন্বয়ক মাসুদ মোন্নাফ, ইবরাহিম খোকনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত