কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের রৌমারীতে এক প্রধান শিক্ষককে আওয়ামী লীগ নেতার পেটানোর ঘটনার রেশ কাটতে না কাটতেই জেলার আরেক শিক্ষকের ওপর চড়াও হলেন এক বিএনপি নেতা। গতকাল রোববার কুড়িগ্রাম সরকারি উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এই ঘটনায় সিসি ক্যামেরা ফুটেজ প্রকাশ হলে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে সমালোচনার সৃষ্টি হয়েছে। চড়াও হওয়ার ঘটনায় গতকাল বিকেলেই ভুক্তভোগী শিক্ষক নিজের নিরাপত্তা চেয়ে কুড়িগ্রাম সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
অভিযোগ ওঠা বিএনপি নেতা হলেন-কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক মাসুদ রানা। তিনি ওই বিদ্যালয়ের এক শিক্ষার্থীর অভিভাবক। ভুক্তভোগী শিক্ষক হলেন কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের জ্যেষ্ঠ শিক্ষক আব্দুল হাই সিদ্দিকী।
আব্দুল হাই সিদ্দিকী ও ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, চলতি শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের মধ্যে একাধিক আবেদনের জেরে ভর্তি বাতিল হওয়া কয়েক শিক্ষার্থীর অভিভাবক আবেদনপত্র নিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে যান। তাঁরা লিখিত আবেদন জমা দেওয়ার পাশাপাশি প্রধান শিক্ষকের কাছে সন্তানদের ভর্তি বাতিলের কারণ জানতে চান। ওই সময় প্রধান শিক্ষকের কক্ষে থাকা শিক্ষক আব্দুল হাইসহ অন্য শিক্ষকেরা ভর্তি বাতিলের কারণ জানালে বিএনপি নেতা মাসুদসহ কয়েকজন অভিভাবক শিক্ষকদের সঙ্গে তর্কে জড়ান। একপর্যায়ে মাসুদ শিক্ষক আব্দুল হাইয়ের ওপর চড়াও হন এবং তাঁর দিকে তেড়ে যান।
ভুক্তভোগী শিক্ষক বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে চার অভিভাবকের নামসহ অজ্ঞাতনামা কয়েক জনের বিরুদ্ধে কুড়িগ্রাম সদর থানায় জিডি করেন। ওই চার অভিভাবক হলেন বিএনপি নেতা মাসুদ রানা, পৌর এলাকার পুরোনো পশু হাসপাতাল মোড় এলাকার রুমন মিয়া, মুন্সিপাড়ার বাসিন্দা সাংবাদিক আমিনুর রহমান ও কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা বিদ্যুৎ মিয়া।
এদিকে শিক্ষকের ওপর বিএনপি নেতার তেড়ে গিয়ে চড়াও হওয়ার একটি সিসি ক্যামেরার ফুটেজ প্রকাশ হয়েছে। তাতে দেখা গেছে, বিএনপি নেতা ওই শিক্ষকের সঙ্গে বাগ্বিতণ্ডার একপর্যায়ে তার ওপর তেড়ে যাচ্ছেন। এমন আচরণে নিজেকে সুরক্ষায় শিক্ষক আব্দুল হাই সরে যাচ্ছেন। পরে উপস্থিত অন্য শিক্ষক ও অভিভাবকেরা বিএনপি নেতাকে নিবৃত্ত করেন।
অভিযোগের বিষয়ে মাসুদ রানা বলেন, ‘লটারিতে নির্বাচিত হওয়ার পরও সন্তানদের ভর্তি বাতিল হওয়ায় আমরা চরম উদ্বিগ্ন ও মানসিকভাবে বিপর্যস্ত। গতকাল প্রধান শিক্ষককে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদনপত্র দিতে গেলে কথা বলার একপর্যায়ে শিক্ষক আব্দুল হাইয়ের সঙ্গে কিছুটা উচ্চবাচ্য হয়েছে। আমি উত্তেজিত হয়ে অসৌজন্যমূলক আচরণ করে ফেলেছি। আমি এর জন্য দুঃখ প্রকাশ করছি।’
কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াসমিন আরা হক জানান, একাধিক আবেদন করায় অধিদপ্তরের সিদ্ধান্তে ৪২ জন শিক্ষার্থীর ভর্তি বাতিল করা হয়। এ নিয়ে কিছু অভিভাবক কথা বলতে গিয়ে আমার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। এর প্রতিবাদ করায় অভিভাবক মাসুদ রানা শিক্ষক আব্দুল হাই সিদ্দিকীর ওপর চড়াও হন। এ নিয়ে থানায় ডায়েরি করা হয়েছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার বলেন, ‘আমরা সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনাসহ ঘটনার তদন্ত করছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
এর আগে গত বৃহস্পতিবার রৌমারী উপজেলার চর শৈলমারী ইউনিয়নের ফুলকার চর নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুন্নবীকে উপজেলা আওয়ামী লীগের নেতা রোকনুজ্জামান মারধর করেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় গত শনিবার রাতে রোকনুজ্জামানকে উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ–বিষয়ক সম্পাদক পদসহ দলীয় সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।
কুড়িগ্রামের রৌমারীতে এক প্রধান শিক্ষককে আওয়ামী লীগ নেতার পেটানোর ঘটনার রেশ কাটতে না কাটতেই জেলার আরেক শিক্ষকের ওপর চড়াও হলেন এক বিএনপি নেতা। গতকাল রোববার কুড়িগ্রাম সরকারি উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এই ঘটনায় সিসি ক্যামেরা ফুটেজ প্রকাশ হলে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে সমালোচনার সৃষ্টি হয়েছে। চড়াও হওয়ার ঘটনায় গতকাল বিকেলেই ভুক্তভোগী শিক্ষক নিজের নিরাপত্তা চেয়ে কুড়িগ্রাম সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
অভিযোগ ওঠা বিএনপি নেতা হলেন-কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক মাসুদ রানা। তিনি ওই বিদ্যালয়ের এক শিক্ষার্থীর অভিভাবক। ভুক্তভোগী শিক্ষক হলেন কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের জ্যেষ্ঠ শিক্ষক আব্দুল হাই সিদ্দিকী।
আব্দুল হাই সিদ্দিকী ও ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, চলতি শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের মধ্যে একাধিক আবেদনের জেরে ভর্তি বাতিল হওয়া কয়েক শিক্ষার্থীর অভিভাবক আবেদনপত্র নিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে যান। তাঁরা লিখিত আবেদন জমা দেওয়ার পাশাপাশি প্রধান শিক্ষকের কাছে সন্তানদের ভর্তি বাতিলের কারণ জানতে চান। ওই সময় প্রধান শিক্ষকের কক্ষে থাকা শিক্ষক আব্দুল হাইসহ অন্য শিক্ষকেরা ভর্তি বাতিলের কারণ জানালে বিএনপি নেতা মাসুদসহ কয়েকজন অভিভাবক শিক্ষকদের সঙ্গে তর্কে জড়ান। একপর্যায়ে মাসুদ শিক্ষক আব্দুল হাইয়ের ওপর চড়াও হন এবং তাঁর দিকে তেড়ে যান।
ভুক্তভোগী শিক্ষক বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে চার অভিভাবকের নামসহ অজ্ঞাতনামা কয়েক জনের বিরুদ্ধে কুড়িগ্রাম সদর থানায় জিডি করেন। ওই চার অভিভাবক হলেন বিএনপি নেতা মাসুদ রানা, পৌর এলাকার পুরোনো পশু হাসপাতাল মোড় এলাকার রুমন মিয়া, মুন্সিপাড়ার বাসিন্দা সাংবাদিক আমিনুর রহমান ও কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা বিদ্যুৎ মিয়া।
এদিকে শিক্ষকের ওপর বিএনপি নেতার তেড়ে গিয়ে চড়াও হওয়ার একটি সিসি ক্যামেরার ফুটেজ প্রকাশ হয়েছে। তাতে দেখা গেছে, বিএনপি নেতা ওই শিক্ষকের সঙ্গে বাগ্বিতণ্ডার একপর্যায়ে তার ওপর তেড়ে যাচ্ছেন। এমন আচরণে নিজেকে সুরক্ষায় শিক্ষক আব্দুল হাই সরে যাচ্ছেন। পরে উপস্থিত অন্য শিক্ষক ও অভিভাবকেরা বিএনপি নেতাকে নিবৃত্ত করেন।
অভিযোগের বিষয়ে মাসুদ রানা বলেন, ‘লটারিতে নির্বাচিত হওয়ার পরও সন্তানদের ভর্তি বাতিল হওয়ায় আমরা চরম উদ্বিগ্ন ও মানসিকভাবে বিপর্যস্ত। গতকাল প্রধান শিক্ষককে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদনপত্র দিতে গেলে কথা বলার একপর্যায়ে শিক্ষক আব্দুল হাইয়ের সঙ্গে কিছুটা উচ্চবাচ্য হয়েছে। আমি উত্তেজিত হয়ে অসৌজন্যমূলক আচরণ করে ফেলেছি। আমি এর জন্য দুঃখ প্রকাশ করছি।’
কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াসমিন আরা হক জানান, একাধিক আবেদন করায় অধিদপ্তরের সিদ্ধান্তে ৪২ জন শিক্ষার্থীর ভর্তি বাতিল করা হয়। এ নিয়ে কিছু অভিভাবক কথা বলতে গিয়ে আমার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। এর প্রতিবাদ করায় অভিভাবক মাসুদ রানা শিক্ষক আব্দুল হাই সিদ্দিকীর ওপর চড়াও হন। এ নিয়ে থানায় ডায়েরি করা হয়েছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার বলেন, ‘আমরা সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনাসহ ঘটনার তদন্ত করছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
এর আগে গত বৃহস্পতিবার রৌমারী উপজেলার চর শৈলমারী ইউনিয়নের ফুলকার চর নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুন্নবীকে উপজেলা আওয়ামী লীগের নেতা রোকনুজ্জামান মারধর করেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় গত শনিবার রাতে রোকনুজ্জামানকে উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ–বিষয়ক সম্পাদক পদসহ দলীয় সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।
ডিএমপির পল্লবী ও দারুসসালাম জোনের এডিসি সালেহ্ মুহম্মদ জাকারিয়া সভাপতি ও ডিবি তেজগাও জোনের এডিসি মো. মোর্শেদুল হাসানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৩৫ তম বিসিএস পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ২০২৫-২৬ মেয়াদের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
১ ঘণ্টা আগেনুরাল পাগলার আস্তানায় হামলার ৬ দিন পর রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলামকে বদলি করা হয়েছে। আজ শুক্রবার রাজবাড়ীর পুলিশ সুপার স্বাক্ষরিত আদেশে তাঁকে পুলিশ সুপারের কার্যালয়ে অপরাধ শাখায় পরিদর্শক (ক্রাইম) পদে সংযুক্ত করা হয়।
৩ ঘণ্টা আগেগ্রামবাংলার প্রাচীন ঐতিহ্যের অন্যতম হচ্ছে নৌকাবাইচ। জীবনযাপনে আধুনিকতার সংস্পর্শে হারিয়ে যেতে বসেছে বাঙালির ঐতিহ্যের এই উৎসবটি। ঐতিহ্যকে ধরে রাখতে চলনবিল-অধ্যুষিত নাটোরের গুরুদাসপুরে অনুষ্ঠিত হয়ে গেল মনোমুগ্ধকর নৌকাবাইচ।
৩ ঘণ্টা আগেবাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা, একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট গণসংগীতশিল্পী মাহমুদ সেলিম। আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর) দিনব্যাপী অনুষ্ঠিত উদীচী কেন্দ্রীয় সংসদের সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
৩ ঘণ্টা আগে