বাগানজুড়ে মুকুলের সুবাস
পুঠিয়ায় এবার বেশির ভাগ আমগাছে মুকুল দেখা দিয়েছে। আমবাগানগুলো থেকে মুকুলের সুবাস বইছে চারদিকে। স্থানীয় চাষিরা বলছেন, বিগত বছরের তুলনায় চলতি বছর বাগানগুলোতে অনেক বেশি মুকুল এসেছে। অনুকূল আবহাওয়া বিরাজ করলে এ বছর বিগত বছরের চেয়ে আমের ফলন বেশি হবে বলে আশা করছেন বাগানমালিক ও স্থানীয় আম ব্যবসায়ীরা।