Ajker Patrika

আ.লীগের সম্মেলন চতুর্থবার পেছাল

পুঠিয়া প্রতিনিধি
আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২২, ১০: ০৭
আ.লীগের সম্মেলন   চতুর্থবার পেছাল

চতুর্থবার পরিবর্তন করা হয়েছে রাজশাহীর পুঠিয়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলন। দলের নেতা-কর্মীরা বলছেন, কেন্দ্রের নির্দেশনা উপেক্ষা করার ফলে উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের তারিখ আবারও পরিবর্তন করা হয়েছে। তবে নির্দেশনা অনুযায়ী ইউনিয়ন, পৌরসভা সম্মেলন আগে করতে বলা হয়েছে। দলের নেতা-কর্মীরা ইতিমধ্যে সে অনুযায়ী কার্যক্রম শুরু করেছে।

পুঠিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালেক বিষয়টি নিশ্চিত করে বলেন, উপজেলার আগে ইউনিয়ন ও পৌরসভা আওয়ামী লীগের সম্মেলন হবে। সে লক্ষ্যে আগামী ১ মার্চ দলের সভা হবে। সে সভার সিদ্ধান্ত অনুযায়ী ইউনিয়ন ও পৌরসভা সম্মেলন হবে।

দলীয় সূত্রে জানা গেছে, গত বছর ৬ মার্চ উপজেলা আওয়ামী লীগের সম্মেলন হওয়ার কথা ছিল। তবে করোনার প্রাদুর্ভাবের কারণে শেষ মুহূর্তে সম্মেলনটি স্থগিত করা হয়। এরপর নতুন তারিখ ঘোষণা করা হয় চলতি বছরের ৮ ফেব্রুয়ারি। তবে এরপরও পিছিয়ে সেটি ২ মার্চ ঘোষণা করা হয়।

তবে কেন্দ্রীয় নির্দেশনা ছিল আগে ইউনিয়ন ও পৌরসভা সম্মেলন করার। সে নির্দেশনা উপেক্ষা করায় শেষ মুহূর্তে আবারও তারিখ পরিবর্তিত হলো। নতুন তারিখ অনুসারে আগামী ১৪ মার্চ উপজেলা আওয়ামী লীগের সম্মেলন হওয়ার কথা।

তৃণমূল নেতা–কর্মীরা বলছেন, সবশেষ গত ২০১৩ সালে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সম্মেলন হয়। সে সময় দলের তৃণমূল নেতা-কর্মীদের চাহিদার বিষয়টি উপেক্ষা করার অভিযোগ ওঠে। ফলে দলে বিভক্তি দেখা দেয়। নেতা–কর্মীরা বলছেন, সাবেক এমপি ও বর্তমান রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা দলের একটি অংশ নিয়ন্ত্রণ করেন। অপর অংশ বর্তমান সাংসদ মনসুর রহমানের সঙ্গে যুক্ত আছেন।

রাজশাহী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বলেন, আগামী ২ মার্চ পুঠিয়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলন হওয়ার কথা ছিল। কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী তারিখ পরিবর্তন করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

১৯৪৭ থেকে ২০২৫: ভারত-পাকিস্তান যুদ্ধ ও ফলাফল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত