Ajker Patrika

আজারবাইজানে খুন হওয়া বাংলাদেশি শিক্ষার্থীর লাশ এসেছে

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি 
আজারবাইজানে খুন হওয়া বাংলাদেশি শিক্ষার্থীর লাশ এসেছে

আজারবাইজানের বাকু বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের বাংলাদেশি শিক্ষার্থী রিয়া ফেরদৌসি (৩৩) খুন হওয়ার ১৫ দিন পর তাঁর মরদেহ বাংলাদেশে এসেছে। আজ বৃহস্পতিবার রাত ৮টার দিকে একটি অ্যাম্বুলেন্সে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁর লাশ গ্রামের বাড়িতে আনা হয়। মরদেহ রিয়ার বাড়িতে পৌঁছানোর পরই শুরু হয় স্বজনদের হাহাজারি। 

নিহত শিক্ষার্থী রিয়া ফেরদৌসি রাজশাহীর পুঠিয়া উপজেলা সদরের কাঁঠালবাড়িয়া গ্রামের আবু বক্করের মেয়ে। পরিবারে ৫ সন্তানের মধ্যে রিয়া ছিল ৪ র্থ। গত ২৩ ফেব্রুয়ারি আজারবাইজানের স্থানীয় সময় সকাল ১০টার দিকে রিয়া স্থানীয় বখাটেদের হাতে হত্যাকাণ্ডের শিকার হন। 

বিষয়টি নিশ্চিত করেছেন নিহত রিয়ার ভাই ফরমান আলী। তিনি বলেন, ‘বৃহস্পতিবার রাত ১১টার দিকে জানাযা অনুষ্ঠিত হবে। এরপর কান্দ্রা গ্রামে দাদার বাড়ির পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হবে।’ 

উল্লেখ্য, গত বছর আজারবাইজানের বাকু বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ভর্তি হয় রিয়া। সেখানে লেখাপড়ার পাশাপাশি একটি রেস্টুরেন্টে খণ্ডকালীন চাকরি নেয় রিয়া। রেস্টুরেন্টে যাতায়াতের সময় স্থানীয় কিছু বখাটে যুবক তাকে প্রতিনিয়ত উত্ত্যক্ত করত। তাদের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গত ২৩ ফেব্রুয়ারি সকালে দিকে রিয়াকে তুলে নিয়ে যায়। এরপর তার হাত-পা ভাঙা অবস্থায় লাশ উদ্ধার করে সেখানকার পুলিশ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

পিরোজপুরে ২০ কোটি টাকা নিয়ে উধাও সমিতির পরিচালক, সদস্যদের বিক্ষোভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত