Ajker Patrika

ফেসবুকে মন্তব্যের জেরে প্রতিপক্ষের হামলায় ছাত্রলীগ নেতা জখম

রাজশাহী প্রতিনিধি
ফেসবুকে মন্তব্যের জেরে প্রতিপক্ষের হামলায় ছাত্রলীগ নেতা জখম

ফেসবুকে একটি মন্তব্যের জেরে রাজশাহীতে এক ছাত্রলীগ নেতার ওপর হামলার ঘটনা হয়েছে। হাতুড়ি দিয়ে তাঁকে পিটিয়ে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে। এই ছাত্রলীগ নেতার নাম মাজেদুর রহমান নয়ন (২৮)। তিনি রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক। রাজশাহীর পুঠিয়া উপজেলায় তাঁর বাড়ি। 

গতকাল রোববার রাত ৯টার দিকে পুঠিয়ার বেলপুকুর এলাকায় তাঁর ওপর হামলার ঘটনা ঘটে। উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সুমনউজ্জামান সুমনের নেতৃত্বে এই হামলা চালানো হয় বলে অভিযোগ পাওয়া গেছে। 

সুমনের বাবা বদিউজ্জামান বদি বেলপুকুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী হয়ে চেয়ারম্যান হয়েছেন। মাজেদুর রহমান ভোটে নৌকার পক্ষে কাজ করেছিলেন। এ নিয়ে তাঁদের মধ্যে আগে থেকেই বিরোধ ছিল। 

মাজেদুর রহমানকে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ সোমবার এ নিয়ে থানায় লিখিত অভিযোগ করা হবে বলে জানা গেছে। 

আহতের চাচাতো বড়ভাই মুরাদ হোসেন জানান, মূলত নৌকার পক্ষে ভোটে প্রচারণায় অংশ নেওয়ার কারণেই মাজেদুরের ওপর ক্ষুব্ধ ছিলেন যুবলীগ নেতা সুমনউজ্জামান। ফেসবুকের একটি পোস্ট নিয়ে উত্তেজনার জেরে তাঁকে হত্যার চেষ্টা চালানো হয়েছে। 

হামলার বিষয়ে জানতে চাইলে যুবলীগ নেতা সুমনউজ্জামান সুমন বলেন, ‘রাজশাহীর এক পৌর মেয়রও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচিত হয়েছেন। অথচ তাঁকে এখন আওয়ামী লীগের দলীয় অনুষ্ঠানের মঞ্চেই দেখা যাচ্ছে। অথচ নৌকার বিরোধিতা করার কারণে আমরা কোণঠাসা। এই নিয়েই আমি ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলাম। সেখানে খারাপ মন্তব্য করেন ছাত্রলীগ নেতা মাজেদুর। এ নিয়ে আমি তাঁকে ফোন করলে আমাকে খারাপ ভাষায় কথা বলেন।’ 

সুমন বলেন, ‘সন্ধ্যার ওই ঘটনার পর রাতে আমার বাবা বেলপুকুর বাজার দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তখন ছাত্রলীগ নেতা মাজেদুর আমার বাবাকে আপত্তিকর কথা বলেন। এ সময় লোকজনই এর প্রতিবাদ করে তাঁকে মারধর করেছে। আমি বেলপুকুর বাজারে থাকলেও ঘটনাস্থলে যাওয়ার আগেই তাঁকে মারধর করা হয়ে যায়। এখন আমার নাম জড়ানো হচ্ছে।’ 

এ ব্যাপারে বেলপুকুর থানার ওসি মনিরুজ্জামান বলেন, রাজনৈতিক বিরোধের মধ্যে ফেসবুকে করা একটি মন্তব্যের জের ধরে মাজেদুরের ওপর এই হামলার ঘটনা ঘটেছে। এ নিয়ে লিখিত কোনো অভিযোগ হলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

১৯৪৭ থেকে ২০২৫: ভারত-পাকিস্তান যুদ্ধ ও ফলাফল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত