Ajker Patrika

মালা-চুড়ি দেখে মায়ের কঙ্কাল চিনলেন ছেলে

রাজশাহী প্রতিনিধি
আপডেট : ১৫ এপ্রিল ২০২২, ১২: ১৭
মালা-চুড়ি দেখে মায়ের কঙ্কাল চিনলেন ছেলে

রাজশাহীর পুঠিয়া উপজেলার এক বৃদ্ধা নিখোঁজ হয়েছিলেন প্রায় ছয় মাস আগে। অনেক খুঁজেও তাঁর সন্ধান পাওয়া যায়নি। লাভ হয়নি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেও। হঠাৎ ডোবার মধ্যে পাওয়া কঙ্কালের ভেতরে গলার মালা ও হাতের চুড়ি দেখেই হারানো মাকে চিনলেন তাঁর ছেলে। 

মৃত ওই বৃদ্ধার নাম শেরজান বিবি (৯৩)। পুঠিয়া উপজেলার ভাড়ড়া গ্রামের বাসিন্দা ছিলেন তিনি। তাঁর স্বামীর নাম মৃত নূর আলী মণ্ডল। গতকাল বৃহস্পতিবার ভাড়ড়া গ্রামের এক ডোবায় পাওয়া কিছু হাড়গোড়কেই মায়ের কঙ্কাল বলে শনাক্ত করেছেন তাঁর ছেলে লুৎফর হোসেন। 

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ভাড়ড়া গ্রামে কয়েক ব্যক্তি ডোবার পানি সেচে মাছ ধরছিলেন। তখন কচুরিপানার ভেতরে মানুষের হাড়গোড় পাওয়া যায়। হাড় থেকে মাংস পচে খসে যাওয়ায় কার লাশ তা চেনার উপায় ছিল না। এ কথা গ্রামে ছড়িয়ে পড়লে একে একে সবাই দেখতে যায়। 

খবর পেয়ে যান শেরজান বিবির ছেলে লুৎফর হোসেনও। তিনি কঙ্কালের মধ্যে থাকা গলার মালা ও হাতের চুড়ি দেখে বলেন, এটিই তাঁর নিখোঁজ হয়ে যাওয়া মায়ের কঙ্কাল। ওসি জানান, শেরজান বিবির নিখোঁজের বিষয়ে থানায় জিডি হয়েছিল। তাঁর মৃত্যুর বিষয়ে পরিবারের কোনো অভিযোগ ছিল না। তাই কঙ্কালটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়। সেটি দাফন করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুলিশের তিন পদে অতিরিক্ত: তিনজনে একজন বাড়তি

ট্রেনের কেবিনের বালিশ, চাদর, কম্বলের ভাড়া দ্বিগুণ করার চিন্তা

ভারতে পোশাকের অর্ডার স্থগিত করছে মার্কিন ক্রেতারা, বাংলাদেশ-ভিয়েতনামে কারখানা স্থানান্তরের পরামর্শ

মোবাইল-টাকা ছিনতাইয়ের পর দুই তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

ডোপ টেস্টে পজিটিভ, চবিতে শিক্ষকতা থেকে বাদ দুই প্রার্থী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত