Ajker Patrika

রাজশাহীতে নকল বৈদ্যুতিক তার জব্দ  

রাজশাহী প্রতিনিধি
রাজশাহীতে নকল বৈদ্যুতিক তার জব্দ  

রাজশাহীর পুঠিয়া উপজেলার একটি কারখানায় নকল বৈদ্যুতিক তার তৈরি করা সময় অভিযান চালানো হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তারা কারখানাটিতে এ অভিযান চালিয়ে তাদের হাতেনাতে ধরেছেন। এ সময় প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে ভোক্তা অধিকারের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ পুঠিয়ার পূর্ব কাঁঠালবাড়িয়া গ্রামে ‘এবি ক্যাবলস’ নামের এই কারখানায় অভিযান চালান। অভিযানের সময় তিনি কারখানার মালিককে পাননি। তাঁর ভাই দেলোয়ার হোসেন জরিমানার অর্থ পরিশোধ করেন।

হাসান-আল-মারুফ জানান, এবি ক্যাবলসের বৈদ্যুতিক তার উৎপাদনের লাইসেন্স আছে। তারা নিজেদের নামে ক্যাবল তৈরি করতে পারবে। কিন্তু এই কারখানায় বিআরবি ও বিজলী ক্যাবলসহ নামি কোম্পানির তার তৈরি করা। এই তার কিনে ক্রেতারা প্রতারিত হচ্ছিলেন। শুধু তাই নয়, বড় বড় ভবনে নিম্নমানের এই নকল তার ব্যবহারে ঝুঁকিও তৈরি হচ্ছে।

খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। কারখানাটি থেকে তিন হাজার গজ মোড়ক, ৫০০ পিস লেবেল, ২০ কয়েল নকল তার ও দুটি পিতলের চাকতি জব্দ করা হয়েছে। আর নকল তার তৈরির কারণে প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। র‌্যাব-৫ এর সহযোগিতায় এ অভিযান চালানো হয় বলেও জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

১৯৪৭ থেকে ২০২৫: ভারত-পাকিস্তান যুদ্ধ ও ফলাফল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত