র্যাব পরিচয়ে চাঁদাবাজি, কথিত সাংবাদিকের বিরুদ্ধে মামলা
গত মঙ্গলবার রাত ১১টার দিকে তারিক হোসেনসহ পাঁচ ব্যক্তি গুড় ব্যবসায়ী ইব্রাহিম আলীর বাড়িতে যান। এ সময় তারিক তাঁর সঙ্গে থাকা চার ব্যক্তিকে র্যাবের সদস্য বলে পরিচয় দিয়ে বলেন, ইব্রাহিমের নামে ভেজাল গুড় তৈরির মামলা রয়েছে। র্যাব তাঁকে আটক করতে এসেছে। পাঁচ লাখ টাকা দিলে ইব্রাহিমকে আটক করা হবে না...