আমন রোপণের মৌসুমে উধাও পটাশ সার
চলছে আমন ধান রোপণের ভরা মৌসুম। অথচ রাজশাহীর চারঘাটের বিভিন্ন বাজার থেকে হঠাৎ করে উধাও হয়ে গেছে মিউরেট অব পটাশ (এমওপি) সার। কিছু ডিলারের কাছে যেটুকু সার পাওয়া যাচ্ছে, সেটিও বিক্রি হচ্ছে চড়া দামে। ফলে চাষিরা সারের তীব্র সংকটে পড়েছেন। তবে উপজেলা কৃষি বিভাগ বলছে, মাসখানেকের মধ্যে এ সংকট কেটে যাবে।