Ajker Patrika

ভ্যানচালকের কাছে মিলল ৩ শুটারগান

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
ভ্যানচালকের কাছে মিলল ৩ শুটারগান

রাজশাহীতে তিনটি ওয়ান শুটারগানসহ একজন ভ্যানচালককে গ্রেপ্তার করা হয়েছে। এই ভ্যানচালকের নাম আসাদুল হক (৪৫)। রাজশাহীর চারঘাট উপজেলার হলিদাগাছি জাগিরপাড়া গ্রামে তাঁর বাড়ি। 

আজ রোববার বিকেলে র‍্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল রাজশাহী মহানগরীর বেলপুকুর থানার ক্ষুদ্রজামিরা গ্রাম থেকে ওই ভ্যানচালককে গ্রেপ্তার করে। এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার। 

র‍্যাবের হাতে গ্রেপ্তার ভ্যানচালক আসাদুল হকের কাছ থেকে উদ্ধার হওয়া অস্ত্র। ছবি: আজকের পত্রিকার‍্যাব কর্মকর্তা রিয়াজ শাহরিয়ার বলেন, ‘আসাদুল ভ্যান চালিয়ে যাচ্ছিলেন। তার কোমরে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় তিনটি ওয়ান শুটারগান রাখা ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে এই অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়।’ 

রিয়াজ শাহরিয়ার আরও বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসাদুল হক জানিয়েছেন, মোটা টাকার বিনিময়ে তিনি অস্ত্রগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছিলেন। কার কাছ থেকে নিয়ে কোথায় যাচ্ছিলেন সে বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ নিয়ে অস্ত্র আইনে থানায় মামলা হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত