চারঘাট (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর চারঘাটের কালুহাটি এলাকায় বড়াল নদীতে গোসল করতে নেমে তপু ইসলাম (২০) নামে অনার্স পড়ুয়া এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
তপু ইসলাম রাজশাহী কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী এবং উপজেলার নিমপাড়া ইউনিয়নের কালুহাটি গ্রামের সিটু ইসলামের ছেলে। স্থানীয় ইউপি সদস্য শামীম আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে তপু ইসলাম (২০) ও ফিরোজ আলী (১১) নামে দুই শিক্ষার্থী বড়াল নদীতে গোসল করতে নামে। তারা দুজন নদীর এপাশ থেকে ওপাশে সাঁতার কাটছিল। ফিরোজ নদীর পাড়ে পৌঁছালেও তপু মাঝখানে ডুবে যায়। এ সময় ফিরোজের চিৎকারে স্থানীয়রা ছুটে আসে। তারা নদীতে নেমে তপুকে উদ্ধারের চেষ্টা চালায়। কিন্তু তপুকে খুঁজে পাওয়া যায়নি।
স্থানীয় ইউপি সদস্য শামীম আলী জানান, তপু খুবই মেধাবী একজন শিক্ষার্থী। সে বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পাস করে সদ্য রাজশাহী কলেজে ভর্তি হয়েছে। তারা দুজন একসঙ্গে বড়াল নদীতে গোসল করতে নামলেও তপুর কোনো খোঁজ পাওয়া যায়নি। স্থানীয় ফায়ার সার্ভিস ও পুলিশ প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে।
চারঘাট ফায়ার সার্ভিস স্টেশনের পরিদর্শক মোজাম্মেল হক বলেন, ‘আমাদের অভিযান শুরু হয়েছে। রাজশাহীর ডুবুরি দলকে জানানো হয়েছে। ডুবুরি দল এসে পৌঁছালে উদ্ধার কাজ শুরু হবে।’
চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলম বলেন, এক শিক্ষার্থী নিখোঁজের খবর শোনার সঙ্গে সঙ্গেই পুলিশ সেখানে পৌঁছে যায়। ফায়ার সার্ভিসও উদ্ধার অভিযান পরিচালনা করছে।
রাজশাহীর চারঘাটের কালুহাটি এলাকায় বড়াল নদীতে গোসল করতে নেমে তপু ইসলাম (২০) নামে অনার্স পড়ুয়া এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
তপু ইসলাম রাজশাহী কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী এবং উপজেলার নিমপাড়া ইউনিয়নের কালুহাটি গ্রামের সিটু ইসলামের ছেলে। স্থানীয় ইউপি সদস্য শামীম আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে তপু ইসলাম (২০) ও ফিরোজ আলী (১১) নামে দুই শিক্ষার্থী বড়াল নদীতে গোসল করতে নামে। তারা দুজন নদীর এপাশ থেকে ওপাশে সাঁতার কাটছিল। ফিরোজ নদীর পাড়ে পৌঁছালেও তপু মাঝখানে ডুবে যায়। এ সময় ফিরোজের চিৎকারে স্থানীয়রা ছুটে আসে। তারা নদীতে নেমে তপুকে উদ্ধারের চেষ্টা চালায়। কিন্তু তপুকে খুঁজে পাওয়া যায়নি।
স্থানীয় ইউপি সদস্য শামীম আলী জানান, তপু খুবই মেধাবী একজন শিক্ষার্থী। সে বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পাস করে সদ্য রাজশাহী কলেজে ভর্তি হয়েছে। তারা দুজন একসঙ্গে বড়াল নদীতে গোসল করতে নামলেও তপুর কোনো খোঁজ পাওয়া যায়নি। স্থানীয় ফায়ার সার্ভিস ও পুলিশ প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে।
চারঘাট ফায়ার সার্ভিস স্টেশনের পরিদর্শক মোজাম্মেল হক বলেন, ‘আমাদের অভিযান শুরু হয়েছে। রাজশাহীর ডুবুরি দলকে জানানো হয়েছে। ডুবুরি দল এসে পৌঁছালে উদ্ধার কাজ শুরু হবে।’
চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলম বলেন, এক শিক্ষার্থী নিখোঁজের খবর শোনার সঙ্গে সঙ্গেই পুলিশ সেখানে পৌঁছে যায়। ফায়ার সার্ভিসও উদ্ধার অভিযান পরিচালনা করছে।
দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, কর্মজীবী হিসেবে আমি চাকরি জীবনে যাদের মুক্তিযোদ্ধা সহকর্মী হিসেবে পাই, তাদের ধরে নিতে পারেন ৮০ থেকে ৯০ ভাগই ভুয়া মুক্তিযোদ্ধা।
৬ মিনিট আগেঠাকুরগাঁওয়ে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে সেলিম রেজা (২৭) নামের এক যুবককে ২১ বোতল ফেনসিডিলসহ আটক করেছে। তিনি একজন জুলাই যোদ্ধা বলে পুলিশের কাছে দাবি করেছেন। আজ মঙ্গলবার দুপুরে বিচারিক আদালতের মাধ্যমে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়।
৬ মিনিট আগেচট্টগ্রাম নগরীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের খবর পেয়ে অভিযানে গেলে পুলিশের এক কর্মকর্তাকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। গতকাল সোমবার (১১ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে বন্দর থানার ঈশান মিস্ত্রির ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। আহত ওই পুলিশ কর্মকর্তা হলেন বন্দর থানার উপপরিদর্শক (এসআই) আবু সাঈদ ওরফে রানা।
৯ মিনিট আগেউপমহাদেশের শাস্ত্রীয় সংগীতের অন্যতম পুরোধা পণ্ডিত অমরেশ রায় চৌধুরী আর নেই। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় রাজশাহী মহানগরীর রানীবাজার এলাকার নিজ বাসভবন ‘মোহিনী গার্ডেন’-এ তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৯৭ বছর। অমরেশ রায় চৌধুরী বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের শাস্ত্রীয় সংগীতশিল্পী ছিলেন
১০ মিনিট আগে