এবার শীতের সঙ্গে টিকে থাকার লড়াই
আগুনে পুড়ে গেছে তাঁদের বসবাসের ঘর ও সহায়-সম্বল। সম্পদ বলতে এখন তাঁদের পরনের কাপড় ছাড়া আর কিছুই নেই। তাই আগুনের পর এবার তাঁরা টিকে থাকার লড়াই করছেন শীতের সঙ্গে। বলা হচ্ছে গত মঙ্গলবার আগুনে পুড়ে নিঃস্ব হওয়া কুষ্টিয়ার কুমারখালীর যদুবয়রা ইউনিয়নের চর এতমামপুর গ্রামের আপন চার ভাইয়ের পরিবার নিয়ে।