Ajker Patrika

উত্ত্যক্তের প্রতিবাদ, ৪ যুবককে হাতুড়িপেটা

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
আপডেট : ১৯ নভেম্বর ২০২১, ২১: ১৬
উত্ত্যক্তের প্রতিবাদ, ৪ যুবককে হাতুড়িপেটা

কুষ্টিয়ার কুমারখালীতে এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় চার যুবককে হাতুড়িপেটা করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার শিলাইদহ কাঁচা বাজারে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন উপজেলার শিলাইদহ ইউনিয়নের আব্দুস মজিদের ছেলে হৃদয় (২২), বানিয়াপাড়া গ্রামের সোনাই শেখের ছেলে সোহাগ (১৯) ও আকব্বর আলীর ছেলে মামুন (২২) ও সেকেন্দার আলীর ছেলে তুহিন (১৪)। তাঁরা বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে আহত মামুন বলেন, ‘দুপুরে অজ্ঞাত কিছু বখাটে যুবক শিলাইদহ মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থীকে উত্ত্যক্ত করছিল। আমরা কয়েকজন তাঁর প্রতিবাদ করলে বখাটেরা চলে যায়।

একটু পরে শিলাইদহ কাঁচাবাজারে গেলে কিছু যুবক হাতুড়ি ও লাঠিসোঁটা নিয়ে আমাদের ওপর অতর্কিত হামলা চালিয়ে পালিয়ে যায়। এতে আমরা আহত হলে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।’

কুমারখালী থানার উপপরিদর্শক (এসআই) তুষারুজ্জান বলেন, ‘ভুক্তোভুগীদের চিকিৎসা চলছে। বিষয়টি তদন্তাধীন। পরে বিস্তারিত জানানো যাবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত