Ajker Patrika

কুমারখালীর গুরুত্বপূর্ণ পাঁচ মোড়ে নেই ট্রাফিক পুলিশ

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
আপডেট : ১৪ নভেম্বর ২০২১, ১৪: ২৫
কুমারখালীর গুরুত্বপূর্ণ পাঁচ মোড়ে নেই ট্রাফিক পুলিশ

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের গুরুত্বপূর্ণ পাঁচটি মোড়ে নেই ট্রাফিক পুলিশ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ট্রাফিক আইন অমান্য করেই চলে যানবাহন ও জনগণ। ফলে প্রায়ই সড়কটিতে দুর্ঘটনা ঘটে।

এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, পৌরসভার আয়তাধীন টোলপ্লাজা, আলাউদ্দীন নগর মোড়, কাজীপাড়া মোড়, গোল চত্বর ও বাটিকামারা রেলগেটের মতো ব্যস্ত মোড়গুলোতে নেই ট্রাফিক পুলিশ। জেলা পুলিশের পক্ষ থেকে ট্রাফিক পুলিশ নিয়োগের আশ্বাস দেওয়া হলেও এখন পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি।

সরেজমিনে দেখা গেছে, মহাসড়কটি সংস্কার করার পর যানবাহনের ব্যস্ততা আরও বেড়েছে। নিয়মানুযায়ী গোলচত্বর এলাকায় যানবাহন গুলো ধীর গতিতে চলাচল করার কথা। কিন্তু সেখানেই যানবাহনগুলো দ্বিগুণ গতিতে চলছে। যানজট আর জনসমাগম লেগেই আছে। অথচ সেখানে কোনো ট্রাফিক পুলিশ নেই।

রফিক নামের এক স্থানীয় বাসিন্দা বলেন, ‘বাসস্ট্যান্ড এলাকাটি খুবই ব্যস্ত। সব সময় যানজট, যানবাহন ও জনসমাগম থাকে। কিন্তু কোনো ট্রাফিক পুলিশ নেই। ফলে প্রায় ঘটছে প্রাণহানির ঘটনা। তিনি আরও জানান, ছয় মাস আগে পুলিশের ওপেন হাউস ডেতে কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) ট্রাফিক পুলিশ নিয়োগের কথা দিয়েছিলেন। কিন্তু তার বাস্তবায়ন আজও হয়নি।

কুমারখালী পৌরসভার মেয়র সামছুজ্জামান অরুণ বলেন, ‘পুলিশের এক ওপেন হাউস ডে প্রোগ্রামে এসপি কুষ্টিয়া-রাজবাড়ি মহাসড়কের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে ট্রাফিক পুলিশ নিয়োগের কথা দিয়েছিলেন; কিন্তু বাস্তবায়ন হয়নি। এ বিষয়ে কর্তৃপক্ষের সঙ্গে আবার কথা বলা হবে।’

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, ‘শুনেছি আমি যোগদানের পূর্বে এসপি স্যার কথা দিয়েছিলেন। কিন্তু জানি না কেন এখনো বাস্তবায়িত হয়নি। বিষয়টি নিয়ে স্যারের সঙ্গে পুনরায় কথা বলব।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিতান কুমার মণ্ডল বলেন, ‘বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হবে। আশা করি খুব দ্রুতই এলাকাবাসীর দাবিগুলো পূরণ হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত