Ajker Patrika

নতুন কবিদের এগিয়ে নিতে কবিতা উৎসব

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
আপডেট : ২১ নভেম্বর ২০২১, ১৬: ৪০
নতুন কবিদের এগিয়ে  নিতে কবিতা উৎসব

কুষ্টিয়ার কুমারখালীতে প্রথমবারের মতো কবিতা উৎসব হয়েছে। উপজেলা কবিতা পরিষদের আয়োজনে গতকাল শনিবার পৌর শিশুপার্কে এ উৎসব অনুষ্ঠিত হয়।

শহীদ গোলাম কিবরিয়া ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় গতকাল সকাল ১০টায় বেলুন উড়ানোর মধ্য দিয়ে উৎসবের উদ্বোধন করেন যু্বলীগের প্রেসিডিয়াম সদস্য ও কুষ্টিয়া -০৪ আসনের সাংসদ ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ। পরে শিশুপার্কের মুক্তমঞ্চে এক আলোচনা সভা করা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে সাংসদ বলেন, ‘কবিদের ভাবনায় থাকবে নতুন প্রজন্মের বাংলাদেশ। কবিদের কাছ থেকেই নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে পড়বে আগামীর ভাবনা।’ তিনি আরো বলেন, ‘জীবন প্রবাহের অন্য নাম হলো সাহিত্য। সাহিত্যের অন্যতম ধারা হলো কবিতা। কবিতার মাধ্যমে মানুষ তাঁর মনের ভাব খুব সহজেই অন্যের কাছে পৌঁছাতে পারে।’

কবিতা উৎসবের সভাপতি কবি সৈয়দ আব্দুস সাদীক বলেন, ‘প্রথমবারের মতো কুমারখালীতে এত বড় কবিতা উৎসব হলো। নতুন কবিদের সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া এ আয়োজনের মূল উদ্দেশ্য। আয়োজন সফল হয়েছে।’

কবি ও সাংবাদিক আব্দুর রশীদ চৌধুরী বলেন, ‘দেশের যেকোনো পরিস্থিতিতে কবিরা শক্তি জুগিয়েছে, মনোবল বাড়িয়েছি, দেশপ্রেম ফুটিয়ে তুলেছে। নতুন প্রজন্মে উদ্বুদ্ধ করতে নিয়মিত কবি ও কবিতার উৎসবের আয়োজন করতে হবে।’

কবি ও সাহিত্যিক আলম আরা জুঁই বলেন, ‘কবিরা সমাজে স্রোতের মতো। তাঁরা মানুষকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করেন। সাংস্কৃতিক জনপদে বড় পরিসরে এই কবিতা উৎসবে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি।’

কবি ও নাট্যকার লিটন আব্বাসের সঞ্চালনায় উৎসবে বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র সামসুজ্জামান অরুণ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিতান কুমার মণ্ডল, উপজেলা মহিলা পরিষদের সভাপতি মমতাজ বেগম সাবেক সচিব আখতারুজ্জামান, সাবেক সচিব কবি আলকামা সিদ্দিকী, অবসরপ্রাপ্ত লে. কর্নেল কবি শমশের আলী, কবি অ্যাডভোকেট লালিম হক, সাংবাদিক ও কবি আব্দুর রশীদ চৌধুরী, কবি রবিউল হক, কবি ড. শান্তা মারিয়া, কবি কামরুল হাসান, কবি আলম আরা জুঁই, কবি মীর মুর্তজা বাবু প্রমুখ উৎসবে দিনব্যাপী প্রায় শতাধিক কবি কবিতা আবৃত্তি করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত