Ajker Patrika

কুমারখালীতে দেবে গেছে আঞ্চলিক মহাসড়ক

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
আপডেট : ১৫ নভেম্বর ২০২১, ১৭: ৫৯
কুমারখালীতে দেবে গেছে আঞ্চলিক মহাসড়ক

কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুষ্টিয়ার কুমারখালী বাস স্ট্যান্ড সংলগ্ন গোলচত্বর এলাকায় সড়কের দুপাশ দেবে গেছে। সংস্কারের পাঁচ মাসের মাথায় সড়কে অনেকটা চিকন খালের মতো জায়গা সৃষ্টি হয়েছে। এতে স্বাভাবিক যাতায়াতে বিঘ্ন ঘটছে। বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। চলাচলে ভোগান্তির শিকার হচ্ছেন যাতায়াতকারীরা।

গতকাল বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে দেখা গেছে, গোলচত্বর সংলগ্ন পশ্চিম-উত্তর পাশের সড়ক বেশখানেক দেবে গেছে। এতে ছোট সড়কের মাঝের অংশ থেকে পাশের অংশ দুটি নিচে নেমে গেছে। লম্বাভাবে দেবে যাওয়া অংশে বৃষ্টির পানি জমে রয়েছে। যানবাহন চলাচলের সময় সৃষ্টি হচ্ছে প্রচণ্ড ঝাঁকুনি। মাঝে মাঝে যানবাহনগুলো উল্টে যাওয়ার উপক্রম হচ্ছে। জনগণ ওই ঝাঁকুনি আর ঝুঁকি নিয়েই চলাচল করছেন।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, মাত্র আট মাস আগে মহাসড়কটির পুনর্নির্মাণের শেষ হয়েছে। এর মাঝে চলতি বছরের জুনের দিকে গোলচত্বর এলাকার সড়ক দেবে যায়। পরে ২০ জুন দেবে যাওয়া অংশ আবার মেরামত করা হয়। কিন্তু মেরামতের কয়েক দিন পর সড়কটির এই অংশ আবারও দেবে গেছে।

কুষ্টিয়া সড়ক ও জনপদ বিভাগ কার্যালয় সূত্রে জানা গেছে, সড়ক দেবে যাওয়ার পর গত ২০ জুন সংস্কারকাজ শেষ করেছে ঠিকাদার প্রতিষ্ঠান জহুরুল ইসলাম কনস্ট্রাকশন। সংস্কারকাজে ব্যয় হয় প্রায় ১৯০ কোটি টাকা।

এ বিষয়ে কুষ্টিয়া সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শাকিরুল ইসলাম বলেন, ‘মহাসড়কটির কুমারখালী বাসস্ট্যান্ড সংলগ্ন গোলচত্বরের দেবে যাওয়া অংশ কিছুদিন আগেই সংস্কার করা হয়েছিল। কিন্তু পুনরায় দেবে গেছে। সেখানে এখন ঢালাই দিয়ে সংস্কারকাজ করার কথা ভাবা হচ্ছে। জনগণের যাতায়াত নিরাপদ করার জন্য ও দুর্ঘটনারোধে দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত