Ajker Patrika

এবার শীতের সঙ্গে টিকে থাকার লড়াই

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
আপডেট : ১৩ নভেম্বর ২০২১, ১৯: ২৫
এবার শীতের সঙ্গে টিকে থাকার লড়াই

আগুনে পুড়ে গেছে তাঁদের বসবাসের ঘর ও সহায়-সম্বল। সম্পদ বলতে এখন তাঁদের পরনের কাপড় ছাড়া আর কিছুই নেই। তাই আগুনের পর এবার তাঁরা টিকে থাকার লড়াই করছেন শীতের সঙ্গে। বলা হচ্ছে গত মঙ্গলবার আগুনে পুড়ে নিঃস্ব হওয়া কুষ্টিয়ার কুমারখালীর যদুবয়রা ইউনিয়নের চর এতমামপুর গ্রামের আপন চার ভাইয়ের পরিবার নিয়ে।

সেদিনের অগ্নিকাণ্ডে এতমামপুর গ্রামের মৃত হাসেম আলীর চার ছেলে ময়েন আলী খাঁ (৪০), চয়েন আলী খাঁ (৩৫), জয়নাল আলী খাঁ (৩২) ও বাবু আলী খাঁ (৩০) এর পরিবার ক্ষতিগ্রস্ত হয়।

গতকাল শুক্রবার সকালে এতমামপুর এলাকায় গিয়ে দেখা গেছে, পোড়া ঘরের কিছু অংশ কাপড় দিয়ে ঘিরে কোনো রকমে মাথা গুঁজেছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। শীত নিবারণের জন্য সেখানে রয়েছে মোটা কিছু কাপড় আর লেপ। সামর্থ্য না থাকায় এখনো নতুন ঘর তৈরি করতে পারেননি তাঁরা। তবে নতুন ঘর তৈরির জন্য এলাকাবাসীকে বাঁশ দিয়ে সাহায্য করতে দেখা গেছে।

ময়েন আলী খাঁর স্ত্রী রেখা খাতুন বলেন, ‘আমার চুলার আগুনেই চারটি পরিবার নিঃস্ব হয়েছে। নতুন করে ঘুরে দাঁড়ানোর সামর্থ্য নেই। তাই পোড়া ঘরের ভাঙা অংশ কাপড় দিয়ে ঘিরে রাত কাটাচ্ছি।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিতান কুমার মণ্ডল বলেন, ‘ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত পরিবারদের খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত