চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে দুই সহোদরকে কুপিয়ে হত্যা
স্থানীয় বাসিন্দা পারভেজ জানান, শনিবার সকালে মিন্টা ও হামজা তাদের গ্রামের মাঠে কৃষি কাজ করতে গিয়েছিলেন। এ সময় আট থেকে দশজন লোক দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর হামলা চালায় এবং কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়।