টেকনাফ থেকে মাদক কেনেন স্বামী, আশুলিয়ায় সেবনকারীর কাছে পৌঁছে দেন স্ত্রী
আটক ব্যক্তিরা হলেন গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মাসুদ মৃধা (৩২), তাঁর স্ত্রী তানিয়া বেগম (২৪), রবিউল ইসলাম ওরফে রাসেল মৃধা (৩৫), বাগেরহাটের নজরুল ইসলাম জসিম (২৭) ও দিনাজপুরের আক্তার হোসেন (৩৫)। মাসুদ-তানিয়া দম্পতি আশুলিয়ার ছনটেকি এলাকায় আইয়ুব আলীর বাড়িতে ভাড়া থাকতেন। অন্যরাও আশুলিয়ার বিভিন্ন এলাকায়