Ajker Patrika

সাভারে বাবার বিরুদ্ধে শিশুসন্তানকে অপহরণের অভিযোগ, গ্রেপ্তার ২ 

নিজস্ব প্রতিবেদক, সাভার
আপডেট : ২৫ এপ্রিল ২০২৪, ০১: ০১
সাভারে বাবার বিরুদ্ধে শিশুসন্তানকে অপহরণের অভিযোগ, গ্রেপ্তার ২ 

সাভারে বাবার বিরুদ্ধে শিশু সন্তানকে অপহরণ করে মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে। পুলিশ অপহৃত শিশুকে উদ্ধারের পাশাপাশি অভিযুক্ত বাবাসহ দুজনকে গ্রেপ্তার করেছে। 

আজ বুধবার সাভার থানায় সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস্) আব্দুল্লাহিল কাফি। 

তিনি জানান, পারুল বেগম নামে এক নারী তার প্রথম পক্ষের ছেলে ইমামুলকে (৮) নিয়ে কয়েক বছর আগে মুসলিম পাটোয়ারী নামে এক ব্যক্তিকে বিয়ে করেন। তারা সাভার পৌর এলাকার ইমানদিপুরে বসবাস করে আসছিলেন। গত সোমবার শিশু ইমামুল নিখোঁজ হয়। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে পরের দিন সাভার থানায় নিখোঁজ ডায়েরি করেন পারুল বেগম। 

এর পরপরই ইমামুলকে খোঁজার কথা বলে মুসলিম পাটোয়ারী বাসা থেকে বের হয়ে যান। পরে অজ্ঞাতনামা এক ব্যক্তি পারুল বেগমের মোবাইল ফোনে কল করে ইমামুল তাঁর হেফাজতে রয়েছে বলে জানান। তাঁকে ফেরত দেওয়ার শর্তে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন ওই ব্যক্তি। এর কয়েক ঘণ্টা পর মুসলিম পাটোয়ারীও অপহরণকারীদের কবলে রয়েছেন বলে তার স্ত্রীকে মোবাইল ফোনে অবহিত করেন। 

বিষয়টি পুলিশের কাছে সন্দেহজনক মনে হলে অভিযানে নামে পুলিশ। পরে প্রযুক্তির সহায়তা নিয়ে গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে চাঁদপুরের হাজীগঞ্জ থেকে মোশারফ হোসেন (৫২) নামে এক সহযোগীসহ মুসলিম পাটোয়ারীকে (৩৮) আটক করে পুলিশ। পরে মুসলিম পাটোয়ারীর দেওয়া তথ্য অনুযায়ী তাঁর নিজ বাড়ি চাঁদপুরের কচুয়া উপজেলার পাটারি বাড়ি এলাকা থেকে ইমামুলকে উদ্ধার করা হয়। 
 
এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ জামান বলেন, ‘ছেলে অপহরণের ঘটনায় পারুল বেগম থানায় মামলা দায়ের করেছেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে মুসলিম পাটোয়ারী ও মোশারফকে আজ বুধবার ঢাকার চিপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত