Ajker Patrika

সাভারে নির্জন এলাকায় মিল্টন সমাদ্দারের আশ্রম, মেলেনি ভেতরে ঢোকার অনুমতি

সাভার (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ০৪ মে ২০২৪, ১১: ০৮
সাভারে নির্জন এলাকায় মিল্টন সমাদ্দারের আশ্রম, মেলেনি ভেতরে ঢোকার অনুমতি

ঢাকার সাভারের বিরুলিয়া ইউনিয়নের কমলাপুর এলাকার বাহেরটেক গ্রাম। পিচঢালাই মূল সড়ক থেকে এবড়োখেবড়ো মাটির সংযোগ সড়কে কিছুটা যেতেই ৬৫ শতাংশ জমিতে গড়ে তোলা হয়েছে বিতর্কিত মিল্টন সমাদ্দারের ‘চাইল্ড অ্যান্ড ওল্ড কেয়ার এইজ’। বাহেরটেকে প্রায় জনমানবহীন নির্জন এই এলাকায় গড়ে তোলা হয়েছে ছয়তলা ভবন।

গতকাল বৃহস্পতিবার দুপুরে এই প্রতিবেদক সরেজমিন সাভারের চাইল্ড অ্যান্ড ওল্ড কেয়ার এইজে যান। মিল্টন সমাদ্দার গ্রেপ্তারের পর সতর্ক অবস্থানে প্রতিষ্ঠানে কর্তব্যরত ব্যক্তিরা। এ সময় গণমাধ্যমকর্মী পরিচয় দিলেও ভেতরে যাওয়ার অনুমতি মেলেনি। তাই বাইরে থেকেই যতটা সম্ভব জানার চেষ্টা করা হয়েছে। ভবনের কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ছয়তলা ভবনের নিচতলা স্টাফদের অফিস, ওপরে থাকেন আশ্রিতরা। ভবনের বাইরে একটি টিনশেড ঘর। যা গ্যারেজ ও ক্যানটিন হিসেবে ব্যবহৃত হয়।

ভবনের কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এই ভবনের কার্যক্রম শুরু হয়েছে প্রায় দুই মাস আগে। এখানে শিশু-বৃদ্ধ মিলিয়ে ৪০-৫০ জন আশ্রিত আছেন। এই প্রতিষ্ঠানের পেছনে থাকা জমির এক প্রভাবশালী মালিকের সঙ্গে রাস্তা নিয়ে বিরোধের জেরে কিছুদিন আগে হাতাহাতির ঘটনাও ঘটে। কর্মচারীদের দাবি, সে সময় বিষয়টি এখানে বসেই মীমাংসা করার পরও পরবর্তী সময়ে প্রভাব খাটিয়ে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়।

সাভারে মিল্টন সমাদ্দারের আশ্রম। ছবি: আজকের পত্রিকাবিরুলিয়া ইউনিয়নের সামাইর গ্রামের বাসিন্দা সাহেব আলী। এই প্রতিষ্ঠানে ছয়তলা ভবনের নির্মাণকাজের সঙ্গে প্রায় তিন বছর ধরে যুক্ত আছেন তিনি। নিয়মিতই এখানে যাওয়া আসা। হঠাৎ করে ওঠা এমন অভিযোগে তিনিও অবাক। তিনি বলেন, ‘আগে তো কোনো দিন এমন কিছু শুনিনি। হঠাৎ ৭ থেকে ১০ দিন ধরে অনেক কথা শুনতেছি। মিল্টন সমাদ্দার এখানে দুই-একদিন পরপরই আসতেন। আমরা চাই এসব বিষয় সুষ্ঠু তদন্ত হোক। ঈদের কয়েক দিন আগে এখানে জমি ও রাস্তা নিয়ে ঝামেলা হয়। আমরা শুনেছি, রাস্তা নিয়ে ধস্তাধস্তি হয়েছে।’

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির কয়েক ঘণ্টা না যেতেই কাশ্মীরে বিস্ফোরণ!

বিশ্বে প্রথম পূর্ণাঙ্গ যুদ্ধে জড়ানোর পথে কি পরমাণু শক্তিধর দুই দেশ

লঞ্চের ওপর তরুণীকে প্রকাশ্যে পেটাচ্ছিলেন যুবক, ভিডিও ভাইরাল

ভারতের সেনাপ্রধানের ক্ষমতা বাড়াল কেন্দ্রীয় সরকার

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, বিচার হবে ট্রাইব্যুনালে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত