নিজস্ব প্রতিবেদক, সাভার
সাভারে যাত্রীবাহী একটি বাসের সুপারভাইজারকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে হাইওয়ে থানার এক কনস্টেবলের বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের জোড়পুল এলাকায় এ ঘটনা ঘটে।
মারধরের শিকার সুপারভাইজারের নাম হানিফ আলী (২৮)। তিনি সাভার ও রাজধানীর মধ্যে চলাচলকারী মৌমিতা পরিবহনে চাকরি করেন। তাঁকে মারধরের ঘটনার সত্যতা আজকের পত্রিকাকে নিশ্চিত করেন সাভার হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) আইয়ুব আলী।
সুপারভাইজার হানিফ বলেন, ‘বাস গ্যারেজে রেখে গতকাল রাত ১২টার দিকে জোড়পুল বাসস্ট্যান্ডে গিয়ে দাঁড়াই। সাভার হাইওয়ে পুলিশের একটি টহল দল ওই স্ট্যান্ডে দাঁড়ানো একটি বাসের চালকের কাছে কাগজপত্র চাইছিল। চালক কাগজপত্র দেখাতে গড়িমসি করলে পুলিশের এক সদস্য চালককে মারধর করতে থাকেন।’
সুপারভাইজার হানিফ আরও বলেন, ‘আমি ওই বাসের কাছে গিয়ে পুলিশ সদস্যদের বলি, ভাই গাড়ির মহাজন আসতেছে, মারধর করছেন কেন? এ কথা বলার সঙ্গে সঙ্গে হাইওয়ে পুলিশের কনস্টেবল রোজদার প্রথমে গালিগালাজ করেন। এরপর আমাকে বেধড়ক মারধর করেন। এ সময় ওই কনস্টেবল আমার শরীরের বিভিন্ন অংশে ২০ থেকে ২৫টি লাথি মারেন। লাথিতে আমার গোপন অঙ্গে প্রচণ্ড আঘাত পাই।’
প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঘটনাস্থলে উপস্থিত দুই সাংবাদিক মারধরের ঘটনার ভিডিও ও স্থিরচিত্র ধারণ করতে গেলে কনস্টেবল রোজদার তাঁদের মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। তাঁরা সাংবাদিক বিষয়টি জানার পর রোজদার কোনো কথা না বলে মোবাইল ফোন ছেড়ে সেখান থেকে চলে যান।
এদিকে সাংবাদিকেরা ঘটনাস্থলে উপস্থিত হাইওয়ে থানার টহল দলের দায়িত্বে থাকা এক উপপরিদর্শকের কাছে মারধরের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘না, তেমন কিছু ঘটেনি।’
এ বিষয়ে ওসি আইয়ুব আলী বলেন, ‘বিষয়টি জানার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তদন্ত করে সুপারভাইজারকে মারধরের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
সাভারে যাত্রীবাহী একটি বাসের সুপারভাইজারকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে হাইওয়ে থানার এক কনস্টেবলের বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের জোড়পুল এলাকায় এ ঘটনা ঘটে।
মারধরের শিকার সুপারভাইজারের নাম হানিফ আলী (২৮)। তিনি সাভার ও রাজধানীর মধ্যে চলাচলকারী মৌমিতা পরিবহনে চাকরি করেন। তাঁকে মারধরের ঘটনার সত্যতা আজকের পত্রিকাকে নিশ্চিত করেন সাভার হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) আইয়ুব আলী।
সুপারভাইজার হানিফ বলেন, ‘বাস গ্যারেজে রেখে গতকাল রাত ১২টার দিকে জোড়পুল বাসস্ট্যান্ডে গিয়ে দাঁড়াই। সাভার হাইওয়ে পুলিশের একটি টহল দল ওই স্ট্যান্ডে দাঁড়ানো একটি বাসের চালকের কাছে কাগজপত্র চাইছিল। চালক কাগজপত্র দেখাতে গড়িমসি করলে পুলিশের এক সদস্য চালককে মারধর করতে থাকেন।’
সুপারভাইজার হানিফ আরও বলেন, ‘আমি ওই বাসের কাছে গিয়ে পুলিশ সদস্যদের বলি, ভাই গাড়ির মহাজন আসতেছে, মারধর করছেন কেন? এ কথা বলার সঙ্গে সঙ্গে হাইওয়ে পুলিশের কনস্টেবল রোজদার প্রথমে গালিগালাজ করেন। এরপর আমাকে বেধড়ক মারধর করেন। এ সময় ওই কনস্টেবল আমার শরীরের বিভিন্ন অংশে ২০ থেকে ২৫টি লাথি মারেন। লাথিতে আমার গোপন অঙ্গে প্রচণ্ড আঘাত পাই।’
প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঘটনাস্থলে উপস্থিত দুই সাংবাদিক মারধরের ঘটনার ভিডিও ও স্থিরচিত্র ধারণ করতে গেলে কনস্টেবল রোজদার তাঁদের মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। তাঁরা সাংবাদিক বিষয়টি জানার পর রোজদার কোনো কথা না বলে মোবাইল ফোন ছেড়ে সেখান থেকে চলে যান।
এদিকে সাংবাদিকেরা ঘটনাস্থলে উপস্থিত হাইওয়ে থানার টহল দলের দায়িত্বে থাকা এক উপপরিদর্শকের কাছে মারধরের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘না, তেমন কিছু ঘটেনি।’
এ বিষয়ে ওসি আইয়ুব আলী বলেন, ‘বিষয়টি জানার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তদন্ত করে সুপারভাইজারকে মারধরের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করেছে জাপানের ১১০ সদস্যের একটি বিনিয়োগকারী দল। ব্র্যাক ইপিএলের উদ্যোগে জাপানি প্রতিনিধিদলটি সোনারগাঁয়ের অনন্য স্থাপত্যকীর্তি প্রাচীন পানাম নগরী, বড় সরদার বাড়ি, শিল্পাচার্য জয়নুল আবেদিন লোক ও কারুশিল্প জাদুঘর পরিদর্শন করে।
১০ মিনিট আগেবগুড়ার আদমদীঘিতে মিনি ট্রাকের ধাক্কায় আব্দুল মান্নান (৭০) নামের এক ব্যাটারিচালিত টমটমের চালক নিহত হয়েছেন। এ ছাড়া খন্দকার নিশাত নামের স্কুলশিক্ষক আহত হন। আজ মঙ্গলবার সকালে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রাতে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবিসংবলিত বিলবোর্ড ও ব্যানার ছিঁড়ে ফেলেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাঁরা জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে
১ ঘণ্টা আগেএ ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন আছেন ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানার চর শিবপুর এলাকার রুবেল মিয়ার মেয়ে সোহাগী (১৮), কালু মিয়ার স্ত্রী রাবেয়া (৫০) ও একই জেলার নবীনগর থানার আলিয়াবাগ এলাকার মোহাম্মদ আলীর ছেলে রিয়াদ (১০)।
১ ঘণ্টা আগে