Ajker Patrika

সাভারে ১৫ দিনে কিশোর অপরাধীসহ ২ শতাধিক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, সাভার
আপডেট : ০১ মে ২০২৪, ১৮: ০৭
সাভারে ১৫ দিনে কিশোর অপরাধীসহ ২ শতাধিক গ্রেপ্তার

ঢাকার সাভারে অভিযান চালিয়ে মাদক-দেশীয় অস্ত্রসহ সাতজন ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে পৌর এলাকার বিভিন্ন মহল্লায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। এ নিয়ে গত ১৫ দিনে পুলিশ সাভার ও আশুলিয়ায় দুই শতাধিক অপরাধীকে আটক করেছে। এসব অপরাধীর মধ্যে অনেক কিশোরও রয়েছে। 

আজ বুধবার বুধবার সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস) আব্দুল্লাহিল কাফি। সাভার থানায় এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। 
 
গতকাল আটক ব্যক্তিরা হলেন শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার উত্তর চকপাড়া গ্রামের আকাশ ওরফে আকাই (২৩), সাভার উত্তরপাড়ার রাকিব হাসান হৃদয় (২৬), বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ রেলস্টেশন এলাকার সাব্বির (২৪), কিশোরগঞ্জের ভৈরব উপজেলার বাঁশগাড়ী গ্রামের নাঈম (২৫), ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর গ্রামের আল আমিন (২৮), ডেঞ্জার সাগর (৩০) ও নাঈম (২৫)। 

তাঁদের বিরুদ্ধে রাজধানীর দারুসসালাম ও ঢাকার সাভার থানায় দস্যুতা, হত্যা, ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।   

অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফি বলেন, ‘সম্প্রতি ঢাকা জেলার সাভার ও আশুলিয়া থানা এলাকায় বেশ কিছু অপরাধমূলক ঘটনা ঘটেছে। এসব ঘটনায় কিশোর বয়সী আবার অনেক ক্ষেত্রে ত্রিশের ওপরে বয়সীরা জড়িত, যা আমাদের নজরে এসেছে। বিষয়গুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এরপর এ ধরনের অপরাধীদের ধরতে অভিযানে নামে পুলিশ। অভিযান চলাকালে গত ১৫ দিনে নানা অপরাধের সঙ্গে যুক্ত কিশোর গ্যাংয়ের বেশ কিছু সদস্যসহ ২ শতাধিক অপরাধীকে আটক করা হয়েছে।’ 

পুলিশ সুপার আরও বলেন, ‘সর্বশেষ গতকাল রাতে সাভার পৌর এলাকার বাজার রোড, জালেশ্বরসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সাতজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে প্রায় চার লাখ টাকা মূল্যের হেরোইন, চাপাতি, ছুরিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির কয়েক ঘণ্টা না যেতেই কাশ্মীরে বিস্ফোরণ!

বিশ্বে প্রথম পূর্ণাঙ্গ যুদ্ধে জড়ানোর পথে কি পরমাণু শক্তিধর দুই দেশ

লঞ্চের ওপর তরুণীকে প্রকাশ্যে পেটাচ্ছিলেন যুবক, ভিডিও ভাইরাল

ভারতের সেনাপ্রধানের ক্ষমতা বাড়াল কেন্দ্রীয় সরকার

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, বিচার হবে ট্রাইব্যুনালে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত