নিজস্ব প্রতিবেদক, সাভার
ঢাকার সাভারে অভিযান চালিয়ে মাদক-দেশীয় অস্ত্রসহ সাতজন ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে পৌর এলাকার বিভিন্ন মহল্লায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। এ নিয়ে গত ১৫ দিনে পুলিশ সাভার ও আশুলিয়ায় দুই শতাধিক অপরাধীকে আটক করেছে। এসব অপরাধীর মধ্যে অনেক কিশোরও রয়েছে।
আজ বুধবার বুধবার সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস) আব্দুল্লাহিল কাফি। সাভার থানায় এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
গতকাল আটক ব্যক্তিরা হলেন শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার উত্তর চকপাড়া গ্রামের আকাশ ওরফে আকাই (২৩), সাভার উত্তরপাড়ার রাকিব হাসান হৃদয় (২৬), বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ রেলস্টেশন এলাকার সাব্বির (২৪), কিশোরগঞ্জের ভৈরব উপজেলার বাঁশগাড়ী গ্রামের নাঈম (২৫), ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর গ্রামের আল আমিন (২৮), ডেঞ্জার সাগর (৩০) ও নাঈম (২৫)।
তাঁদের বিরুদ্ধে রাজধানীর দারুসসালাম ও ঢাকার সাভার থানায় দস্যুতা, হত্যা, ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফি বলেন, ‘সম্প্রতি ঢাকা জেলার সাভার ও আশুলিয়া থানা এলাকায় বেশ কিছু অপরাধমূলক ঘটনা ঘটেছে। এসব ঘটনায় কিশোর বয়সী আবার অনেক ক্ষেত্রে ত্রিশের ওপরে বয়সীরা জড়িত, যা আমাদের নজরে এসেছে। বিষয়গুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এরপর এ ধরনের অপরাধীদের ধরতে অভিযানে নামে পুলিশ। অভিযান চলাকালে গত ১৫ দিনে নানা অপরাধের সঙ্গে যুক্ত কিশোর গ্যাংয়ের বেশ কিছু সদস্যসহ ২ শতাধিক অপরাধীকে আটক করা হয়েছে।’
পুলিশ সুপার আরও বলেন, ‘সর্বশেষ গতকাল রাতে সাভার পৌর এলাকার বাজার রোড, জালেশ্বরসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সাতজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে প্রায় চার লাখ টাকা মূল্যের হেরোইন, চাপাতি, ছুরিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।’
ঢাকার সাভারে অভিযান চালিয়ে মাদক-দেশীয় অস্ত্রসহ সাতজন ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে পৌর এলাকার বিভিন্ন মহল্লায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। এ নিয়ে গত ১৫ দিনে পুলিশ সাভার ও আশুলিয়ায় দুই শতাধিক অপরাধীকে আটক করেছে। এসব অপরাধীর মধ্যে অনেক কিশোরও রয়েছে।
আজ বুধবার বুধবার সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস) আব্দুল্লাহিল কাফি। সাভার থানায় এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
গতকাল আটক ব্যক্তিরা হলেন শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার উত্তর চকপাড়া গ্রামের আকাশ ওরফে আকাই (২৩), সাভার উত্তরপাড়ার রাকিব হাসান হৃদয় (২৬), বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ রেলস্টেশন এলাকার সাব্বির (২৪), কিশোরগঞ্জের ভৈরব উপজেলার বাঁশগাড়ী গ্রামের নাঈম (২৫), ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর গ্রামের আল আমিন (২৮), ডেঞ্জার সাগর (৩০) ও নাঈম (২৫)।
তাঁদের বিরুদ্ধে রাজধানীর দারুসসালাম ও ঢাকার সাভার থানায় দস্যুতা, হত্যা, ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফি বলেন, ‘সম্প্রতি ঢাকা জেলার সাভার ও আশুলিয়া থানা এলাকায় বেশ কিছু অপরাধমূলক ঘটনা ঘটেছে। এসব ঘটনায় কিশোর বয়সী আবার অনেক ক্ষেত্রে ত্রিশের ওপরে বয়সীরা জড়িত, যা আমাদের নজরে এসেছে। বিষয়গুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এরপর এ ধরনের অপরাধীদের ধরতে অভিযানে নামে পুলিশ। অভিযান চলাকালে গত ১৫ দিনে নানা অপরাধের সঙ্গে যুক্ত কিশোর গ্যাংয়ের বেশ কিছু সদস্যসহ ২ শতাধিক অপরাধীকে আটক করা হয়েছে।’
পুলিশ সুপার আরও বলেন, ‘সর্বশেষ গতকাল রাতে সাভার পৌর এলাকার বাজার রোড, জালেশ্বরসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সাতজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে প্রায় চার লাখ টাকা মূল্যের হেরোইন, চাপাতি, ছুরিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।’
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে এক বিএনপি নেতার বিরুদ্ধে সরকারি দিঘির মাটি কেটে বিক্রির অভিযোগ উঠেছে। তিনি উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম।
১ ঘণ্টা আগেপ্রকৃতির কোলে অরণ্যবেষ্টিত গ্রামের নাম হাগুড়াকুড়ি। মধুপুর সদর থেকে ২৫ কিলোমিটার দূরের এই গ্রামে প্রতিদিন ছুটে আসে শত শত রোগী। আধুনিক চিকিৎসা নয়; আন্তরিক সেবার টানেই নির্ভাবনায় বিভিন্ন জেলা থেকে প্রতিনিয়ত তাদের ছুটে আসা।
২ ঘণ্টা আগেদেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানার মধ্যে আরেকটি ক্যারেজ কারখানা নির্মাণ প্রকল্প ৯ বছরেও বাস্তবায়ন করা হয়নি। দৃশ্যত সাইনবোর্ডেই সীমাবদ্ধ রয়েছে সব। ভারত সরকারের অর্থায়নে এ কারখানা নির্মাণ করার কথা ছিল। কিন্তু ভারত মুখ ফিরিয়ে নেওয়ায় প্রকল্পটি আদৌ বাস্তবায়ন হবে কি না, সেই শঙ্কা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগেইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশে (আইইবি) এক্সট্রাঅর্ডিনারি জেনারেল মিটিংয়ে (ইওজিএম) যোগ দিতে আসা বিএনপিপন্থি প্রকৌশলীদের ওপর আওয়ামী লীগপন্থি প্রকৌশলীরা হামলা করেছে বলে অভিযোগ উঠেছে।
২ ঘণ্টা আগে