যে সরকারই আসুক, তারা আদিবাসীদের বৈষম্যের চোখে দেখে: ঊষাতন তালুকদার
ঊষাতন তালুকদার বলেছেন, যে সরকারই আসুক, তারা আদিবাসীদের মনেপ্রাণে গ্রহণ করতে পারে না। তাদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করে। উপনেবিশক আচার-আচরণের দৃষ্টিভঙ্গি থেকে আদিবাসীদের নির্যাতন, উচ্ছেদ করা হয়।