জুমের ফলের পসরা সাজেকের পথে
অপরূপ সৌন্দর্যের লীলাভূমি রাঙামাটির সাজেক। পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা, সরু মেঠো পথ ও উঁচু-নিচু পথের দেখা মিলে সাজেকে যেতে। শহরের কোলাহল ছেড়ে পর্যটকেরা এখানে ঘুরতে আসেন। পাহাড়ের জুমের সতেজ ফলের প্রতি এসব পর্যটকদের আগ্রহ একটু বেশিই থাকে। সাজেকে যাওয়ার পথে বাঘাইছড়ি উপজেলার কিয়াংঘাট এলাকায় হঠাৎ দেখা যাবে