Ajker Patrika

দীঘিনালার লারমা স্কয়ারে যানজট, ভোগান্তিতে সাজেকগামীরা

প্রতিনিধি (দীঘিনালা) খাগড়াছড়ি
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২১, ১৩: ১০
দীঘিনালার লারমা স্কয়ারে যানজট, ভোগান্তিতে সাজেকগামীরা

দীঘিনালায় সাপ্তাহিক হাটের দিন শনিবার। হাটের দিন হওয়ায় খাগড়াছড়ি-দীঘিনালা-সাজেক সড়কে দেখা দেয় যানজট। শনিবার সকালে দীঘিনালার লারমা স্কয়ারে দেড় ঘণ্টার বেশি সময় যানজটে আটকে ছিলেন স্থানীয় বাসিন্দাসহ সাজেকগামী পর্যটকেরা। 

সরেজমিনে দেখা যায়, সকাল সাড়ে ৮টা থেকে ১০টা পর্যন্ত মাইনী রিসোর্ট থেকে দীঘিনালা বনবিহার ও শ্বাশান পোস্ট এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। স্থানীয়রাসহ পর্যটকবাহী জিপগাড়িগুলো দেড় ঘণ্টার বেশি সময় ধরে রাস্তায় আটকে ছিল। এতে ভোগান্তিতে পড়েন পর্যটকেরা। লারমা স্কয়ারে আটকে থাকা পর্যটকদের নির্দিষ্ট সময়ে সাজেকে পৌঁছাতে, দ্রুত সময়ের মধ্যে যানজট নিরসনে কাজ করেছে দীঘিনালা থানার পুলিশ। 

দেড় ঘণ্টার বেশি সময় যানজটে আটকে ছিলেন স্থানীয় বাসিন্দাসহ সাজেকগামী পর্যটকেরাদীঘিনালা থানার পুলিশের এসআই মো. তাইজুল ইসলাম বলেন, `সাজেকগামী পর্যটকেরা যানজটে আটকে থাকার বিষয়টি জানতে পেরে দ্রুত সময়ের মধ্যে নিরসনে কাজ করছি। নির্দিষ্ট সময়ে পর্যটকেরা সাজেকে পৌঁছাতে পারবেন বলে মনে করি।' 

জিপচালক বাবুল বলেন, `অন্তত দেড় ঘণ্টা সময় ধরে লারমা স্কয়ারে যানজটে আটকে ছিলাম।' একই কথা বলেন সিএনজি অটোচালক অসীম চাকমা। 

এদিকে দীঘিনালার স্থানীয় ব্যবসায়ী অজিৎ বড়ুয়া বলেন, খাগড়াছড়ি সাজেক সড়কের লারমা স্কয়ারে প্রায় শনিবার যানজটের সৃষ্টি হয়। যানজট নিরসন হলে এখানের স্থানীয়রা নির্দিষ্ট সময়ে কাজে, শিক্ষার্থীরা প্রতিষ্ঠানে ও সরকারি চাকরিজীবীরা অফিসে যেতে পারবেন। সেই সঙ্গে সাজেকগামী পর্যটকেরা নির্দিষ্ট সময়ে পৌঁছাতে পারবেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত