Ajker Patrika

তিন বছর ধরে অচল পানির কল

আক্তার হোসেন, দীঘিনালা (খাগড়াছড়ি)
আপডেট : ১০ ডিসেম্বর ২০২১, ১৩: ৫৪
তিন বছর ধরে অচল পানির কল

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাবুছড়া বাজারে তিন বছর ধরে অকেজো পড়ে আছে পানি সরবরাহ প্রকল্প। উদ্বোধের মাসখানেকের মধ্যেই ট্যাংক ফেটে প্রকল্পটি বন্ধ হয়ে যায়। ২৪ লাখ টাকার এই প্রকল্পটি পুনরায় চালুর উদ্যোগও নেই কর্তৃপক্ষের।

উপজেলা সদর থেকে ১৩ কিলোমিটার দূরে বাবুছড়া বাজার। ২০১৮ সালে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর থেকে বাজারে পানি সরবরাহ প্রকল্প তৈরি করে দেওয়া হয় বাবুছড়া বাজারে। বাজার উন্নয়নের ২৪ লাখ টাকা ব্যয়ে নির্মিত প্রকল্পটির কাজ ওই বছরই শেষ হয়। প্রকল্পের মেয়াদ ছিল তিন বছর। কিন্তু কাজ শেষ হওয়ার মাসখানেকের মধ্যেই বাজারে পানি সরবরাহ বন্ধ হয়ে যায় বলে জানিয়েছে বাজার কমিটি।

বাবুছড়া বাজারে গিয়ে দেখা গেছে, প্রকল্পের আওতায় বসানো পানির গাজি ট্যাংকটি ফুটো হয়ে আছে। পানির হাউসটি নোংরা ও দূষিত পানিতে ভরা। এর কালো পানিতে মশার প্রজননক্ষেত্র তৈরি হয়েছে। পানির কল অকেজো হয়ে মরিচা পড়েছে।

বাবুছড়া বাজার কমিটির সভাপতি মো. মজিবুর রহমান আজকের পত্রিকা জানান, তিন বছর আগে বাজারে পানি সরবরাহ প্রকল্প স্থাপনের মাস না যেতেই পানির ট্যাংক ফেটে যায়। এ বিষয়ে জনস্বাস্থ্য বিভাগে অভিযোগ করা হলে তারা জানায়, পরিবর্তন করা হবে। তবে কিছুদিন পর মেরামত করা হয়। মেরামতের সপ্তাহ না যেতেই আবার ফেটে যায় ট্যাংক। পরবর্তীতে আর কোনো মেরামত না হওয়ায় অকেজো হয়ে আছে প্রকল্পের সরঞ্জাম।

পানি সরবরাহ বন্ধের বিষয়ে জানতে চাইলে জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম জানান, প্রকল্পের সময় অনুযায়ী কোনো সরঞ্জাম নষ্ট হলে কোম্পানির পক্ষ থেকে মেরামত করে দেওয়ার কথা আছে। তবে বাজার কমিটি মেরামত করে নিতে চাচ্ছে না। নতুনভাবে প্রকল্পের সরঞ্জাম চাচ্ছে তারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত