Ajker Patrika

চাকমাদের প্রথাগত বিচার পরিদর্শন

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি
আপডেট : ১১ নভেম্বর ২০২১, ১৪: ৫০
চাকমাদের প্রথাগত বিচার পরিদর্শন

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় চাকমাদের প্রথাগত বিচার ব্যবস্থা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস।

এ উপলক্ষে গতকাল বুধবার দুপুরে উপজেলার দীঘিনালা ইউনিয়নের উদাল বাগান উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে পথ নাটক ‘অংশগ্রহণ’ প্রদর্শন ও বাবুছড়া ইউনিয়নের মোড়া পাড়ায় একটি বিচার পরিদর্শনে করেন।

প্রথাগত বিচার ব্যবস্থা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে বাংলাদেশ গ্রাম আদালত স্বয়ংক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্পের আওতায় এর আয়োজন করা হয়। এসআইডি-সিএইচটি-ইউএনডিপির কারিগরি সহযোগিতায় তৃণমূল উন্নয়ন সংস্থা এর আয়োজন করে।

পরিদর্শন শেষে এ সময় জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস বলেন, ‘প্রথাগত বিচার ব্যবস্থা বৃদ্ধি করতে পারলে, স্থানীয় সম্প্রদায়ের নিম্ন আয়ের মানুষের বিচার পেতে কোর্টে দৌড়াতে হবে না। তাতে নিম্ন আয়ের মানুষের অর্থ নষ্ট হবে না। প্রথাগত বিচার ব্যবস্থা বৃদ্ধিতে সামাজিক সচেতনতা বৃষ্টি করতে হবে।’

পরিদর্শনে অংশগ্রহণ করেন জেলা ডিজিএফআইয়ের দায়িত্বরত কর্মকর্তা কর্নেল খোরশেদ আলম, ইউএনডিপির ডিস্ট্রিক্ট জেলা ফেসিলেটর সুভাস দত্ত, তৃণমূল উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রিপন চাকমা, ইউএনডিপির ডিস্ট্রিক্ট ম্যানেজার প্রিয়তর চাকমা।

এ সময় উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা মুস্তফা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম পেয়ার আহম্মেদ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত