Ajker Patrika

ডাস্টবিনের ময়লা সড়কে দূষিত হচ্ছে পরিবেশ

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি
আপডেট : ০৬ নভেম্বর ২০২১, ১৯: ২৩
ডাস্টবিনের ময়লা সড়কে দূষিত হচ্ছে পরিবেশ

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার লারমা স্কয়ারের মূল সড়কের পাশে আবর্জনা ফেলের রাখা হচ্ছে। আবর্জনা ফেলার নির্ধারিত জায়গা (ডাস্টবিন) থাকলেও যত্রতত্র তৈরি করা হচ্ছে ময়লা স্তূপ। এদিকে নিয়মিত পরিষ্কার না করার কারণে এসব জায়গা থেকে দুর্গন্ধ দূষিত হচ্ছে আশপাশের পরিবেশ।

খোঁজ নিয়ে জানা গেছে, এলজিএসপি-৩ এর ২০১৮-২০১৯ অর্থবছরে দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের নিচে ময়লা-আবর্জনা ফেলার ডাস্টবিন তৈরি করে বোয়ালখালী ইউনিয়ন পরিষদ। কিন্তু সঠিক ব্যবহার ও নিয়মিত পরিষ্কার না করার কারণে ডাস্টবিনের ময়লা-আবর্জনা উপজেলার মূল সড়ক এসে পড়ছে। সম্প্রতি দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের নিচে উপজেলা মূল সড়কের লারমা স্কয়ারে গিয়ে থেকে এই অবস্থা দেখা গেছে।

সরেজমিনে জানা গেছে, শনিবার বোয়ালখালী সপ্তাহের হাটের দিন। এ সময় দূর-দুরান্ত থেকে মানুষ হাটে আসেন। বাজারে লোক সমাগম বেশি হওয়া বোয়ালখালী বাজার থেকে শুরু করে কলেজ গেট এবং বাবুপাড়ায় অস্থায়ী রাস্তার দুই পাশে ক্রেতা-বিক্রেতারা শাক-সবজি বিক্রয় করতে বসেন। দায়িত্বহীন ব্যবহার করার কারণে ময়লা আবর্জনা ডাস্টবিনের বাইরে এসে পরে।

বোয়ালখালী ইউপি চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা জানান, ২০১৮-০১৯ এলজিএসপি-৩ অর্থ বছরে সড়কের পাশের ময়লা-আবর্জনা ফেলার জন্য একটি ডাস্টবিন নির্মাণ করা হয়েছে। নিয়মিত ময়লা আবর্জনা পরিষ্কার করার সেখানে অবস্থানরত অস্থায়ী কাঁচামাল বিক্রেতা ব্যবসায়ীদের বলা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত