দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাবুছড়া বাজারে ময়লা-আবর্জনার স্তূপ জমে গেছে। এসব ময়লা অপসারণের কোনো উদ্যোগ নেওয়া হয় না। ফলে ময়লা-আবর্জনার দুর্গন্ধে স্থানীয় বাসিন্দারা অতিষ্ঠ হয়ে পড়েছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, ৫০টি গ্রামের অন্তত ২১ হাজার মানুষের বসবাস বাবুছড়া ইউনিয়নে। দীঘিনালা উপজেলা থেকে ১৩ কিলোমিটার দূরে এই বাজারের অবস্থান। নিত্যপ্রয়োজনীয় সামগ্রী কিনতে এসব মানুষ আসে এই বাজারে। এত লোকের সমাগম হলেও বাজারের যথোপযুক্ত উন্নতি হয়নি।
একসময় বেশ জমজমাট ছিল এই বাজার। কালের বিবর্তনে হারিয়েছে এ বাজারের দৃশ্যপট। নেই পানি নিষ্কাশন ব্যবস্থা। আছে খাবার পানির সংকট। বাজারে নেই শৌচাগার। বাবুছড়া বাজারটিতে দুই শতাধিক দোকান-পাট রয়েছে।
বাবুছড়া বাজারের চারপাশে এখন নোংরা পরিবেশ। দুর্গন্ধ আর মলমূত্রের দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে চারদিকে। বাজারের মাঝখানে কোথাও আছে নিত্যপণ্যের দোকান, আবার ফাঁকা জায়গায় দেখা যায় মানুষ আর জীবজন্তুর মল-মূত্র। বাজারের পানি নিষ্কাশনের জন্য যে নালা আছে তা-ও না থাকার মতো। ময়লার স্তূপে এখন নালাটি মাটির নিচে চাপা পড়তে বসছে। চারদিকে স্যাঁতসেঁতে আর ময়লার স্তূপের পাশেই বসছে বাজার। সপ্তাহে প্রতি রোববার হাট বসে এই বাবুছড়া বাজারে। অস্থায়ী কাঁচামাল আর নিত্যপণ্যের দোকানের আসর থাকে হাটের দিনে বাজারের চারপাশে।
১৫ বছর পর্যন্ত এই বাজারের সাধারণ সম্পাদক পদে দায়িত্বে ছিলেন মুনশি মিয়া। কিছুটা উন্নয়নের ছোঁয়া লাগিয়েছিলেন তিনি। ২০০০ সালের আগেই দায়িত্ব থেকে অবসর নেন তিনি। তাঁর সময়ে বাজারের সেট নির্মাণ, মাইনী নদী থেকে বাজার ওঠার জন্য তৈরি করেছিলেন সিঁড়ি। বাজারের সৌন্দর্য বাড়াতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছিলেন তিনি। বর্তমানে অনেকটাই অবহেলিত এই বাজার।
তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘যখন ছোট ছিলাম বাবার সঙ্গে হাত ধরে বাবুছড়া বাজারে আসতাম। এই বাজারের অনেক নাম-ডাক ছিল। এখন আর সেই বাজার নেই।’
বাবুছড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, ব্রিটিশ শাসন আমলের এই বাজারটি যুগের সঙ্গে তাল মিলিয়ে উন্নয়ন দরকার ছিল। হাটের দিন হাজারো লোকের সমাগম ঘটে এ বাজারে। অথচ বাজারে নেই পানির ব্যবস্থা, নেই শৌচাগার। ফাঁকা জায়গায় মানুষ মলমূত্র ত্যাগ করে। আর এসবের কারণে পরিবেশ দূষিত হচ্ছে।
বাবুছড়া বাজার কমিটির সভাপতি মো. মজিবুর রহমান বলেন, ২০১৮ সালে বাজার প্রকল্পের আওতায় পানি সরবরাহর জন্য একটি প্রকল্প দেওয়া হয়। তবে প্রকল্পের মাস না যেতেই পানি সরবরাহ বন্ধ হয়ে যায়।
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম আজকের পত্রিকাকে জানান, ২০১৮ সালে ২৪ লাখ টাকা ব্যয়ে বাজার প্রকল্পের পানি সরবরাহের একটি প্রকল্প দেওয়া হয়।
পানি সরবরাহ বন্ধের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, প্রকল্পের সময় অনুযায়ী কোনো সরঞ্জাম নষ্ট হলে কোম্পানির পক্ষ থেকে মেরামত করে দেওয়ার কথা আছে। তবে বাজার কমিটির মেরামত করে নিতে চাচ্ছে না। নতুনভাবে প্রকল্পের নষ্ট হওয়া সরঞ্জাম চাচ্ছে।
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাবুছড়া বাজারে ময়লা-আবর্জনার স্তূপ জমে গেছে। এসব ময়লা অপসারণের কোনো উদ্যোগ নেওয়া হয় না। ফলে ময়লা-আবর্জনার দুর্গন্ধে স্থানীয় বাসিন্দারা অতিষ্ঠ হয়ে পড়েছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, ৫০টি গ্রামের অন্তত ২১ হাজার মানুষের বসবাস বাবুছড়া ইউনিয়নে। দীঘিনালা উপজেলা থেকে ১৩ কিলোমিটার দূরে এই বাজারের অবস্থান। নিত্যপ্রয়োজনীয় সামগ্রী কিনতে এসব মানুষ আসে এই বাজারে। এত লোকের সমাগম হলেও বাজারের যথোপযুক্ত উন্নতি হয়নি।
একসময় বেশ জমজমাট ছিল এই বাজার। কালের বিবর্তনে হারিয়েছে এ বাজারের দৃশ্যপট। নেই পানি নিষ্কাশন ব্যবস্থা। আছে খাবার পানির সংকট। বাজারে নেই শৌচাগার। বাবুছড়া বাজারটিতে দুই শতাধিক দোকান-পাট রয়েছে।
বাবুছড়া বাজারের চারপাশে এখন নোংরা পরিবেশ। দুর্গন্ধ আর মলমূত্রের দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে চারদিকে। বাজারের মাঝখানে কোথাও আছে নিত্যপণ্যের দোকান, আবার ফাঁকা জায়গায় দেখা যায় মানুষ আর জীবজন্তুর মল-মূত্র। বাজারের পানি নিষ্কাশনের জন্য যে নালা আছে তা-ও না থাকার মতো। ময়লার স্তূপে এখন নালাটি মাটির নিচে চাপা পড়তে বসছে। চারদিকে স্যাঁতসেঁতে আর ময়লার স্তূপের পাশেই বসছে বাজার। সপ্তাহে প্রতি রোববার হাট বসে এই বাবুছড়া বাজারে। অস্থায়ী কাঁচামাল আর নিত্যপণ্যের দোকানের আসর থাকে হাটের দিনে বাজারের চারপাশে।
১৫ বছর পর্যন্ত এই বাজারের সাধারণ সম্পাদক পদে দায়িত্বে ছিলেন মুনশি মিয়া। কিছুটা উন্নয়নের ছোঁয়া লাগিয়েছিলেন তিনি। ২০০০ সালের আগেই দায়িত্ব থেকে অবসর নেন তিনি। তাঁর সময়ে বাজারের সেট নির্মাণ, মাইনী নদী থেকে বাজার ওঠার জন্য তৈরি করেছিলেন সিঁড়ি। বাজারের সৌন্দর্য বাড়াতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছিলেন তিনি। বর্তমানে অনেকটাই অবহেলিত এই বাজার।
তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘যখন ছোট ছিলাম বাবার সঙ্গে হাত ধরে বাবুছড়া বাজারে আসতাম। এই বাজারের অনেক নাম-ডাক ছিল। এখন আর সেই বাজার নেই।’
বাবুছড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, ব্রিটিশ শাসন আমলের এই বাজারটি যুগের সঙ্গে তাল মিলিয়ে উন্নয়ন দরকার ছিল। হাটের দিন হাজারো লোকের সমাগম ঘটে এ বাজারে। অথচ বাজারে নেই পানির ব্যবস্থা, নেই শৌচাগার। ফাঁকা জায়গায় মানুষ মলমূত্র ত্যাগ করে। আর এসবের কারণে পরিবেশ দূষিত হচ্ছে।
বাবুছড়া বাজার কমিটির সভাপতি মো. মজিবুর রহমান বলেন, ২০১৮ সালে বাজার প্রকল্পের আওতায় পানি সরবরাহর জন্য একটি প্রকল্প দেওয়া হয়। তবে প্রকল্পের মাস না যেতেই পানি সরবরাহ বন্ধ হয়ে যায়।
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম আজকের পত্রিকাকে জানান, ২০১৮ সালে ২৪ লাখ টাকা ব্যয়ে বাজার প্রকল্পের পানি সরবরাহের একটি প্রকল্প দেওয়া হয়।
পানি সরবরাহ বন্ধের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, প্রকল্পের সময় অনুযায়ী কোনো সরঞ্জাম নষ্ট হলে কোম্পানির পক্ষ থেকে মেরামত করে দেওয়ার কথা আছে। তবে বাজার কমিটির মেরামত করে নিতে চাচ্ছে না। নতুনভাবে প্রকল্পের নষ্ট হওয়া সরঞ্জাম চাচ্ছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪