Ajker Patrika

প্রতিমায় তুলির আঁচড় পূজার প্রস্তুতি সম্পন্ন

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি
আপডেট : ১০ অক্টোবর ২০২১, ১৭: ৩২
প্রতিমায় তুলির আঁচড় পূজার প্রস্তুতি সম্পন্ন

খাগড়াছড়ির দীঘিনালায় এবার ৭টি মন্দিরে অনুষ্ঠিত হবে দুর্গাপূজা। মহাষষ্ঠীর আগমুহূর্তে মণ্ডপগুলোতে শিল্পীর তুলির রঙে সাজানো হচ্ছে দুর্গার প্রতিমা। উপজেলার পাঁচটি ইউনিয়নের এই মন্দিরগুলোতে পূজার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন পূজা উদ্‌যাপন কমিটি।

উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখা যায়, শিল্পী-কারিগরদের নৈপুণ্যে দুর্গার প্রতিমা এখন পুরোপুরি দৃশ্যমান। কারিগরদের কেউ প্রতিমার শরীরে রং তুলির ছোঁয়ায় দিয়ে রূপ ফুটিয়ে তুলছেন, কেউ প্রতিমার পরনের কাপড়ের ঠিক করে দিচ্ছেন।

বোয়ালখালী নারায়ণ মন্দিরে গিয়ে দেখা যায় প্রতিমার গায়ে তুলির কাজ করছেন মৃৎশিল্পী। মৃৎশিল্পী অন্তু (২৪) জানান চট্টগ্রামের চকবাজার রাধামাধব আখেরা কারখানা থেকে এসেছে প্রতিমার তৈরি করছেন তিনি।

উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা শাহ মোফাচ্ছেল হক বলেন, উপজেলার ৭টি পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ সদস্য বিশিষ্ট ২টি আনসার টহল টিম সর্বক্ষণ দায়িত্বে থাকবে। যেকোনো দুর্ঘটনা রোধে একটি টিম কাজ করবে বলে জানান উপজেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তা নূর নবী।

উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ কাশেম জানান, দুর্গাপূজা উপলক্ষে ৭টি পূজা মণ্ডপে ৩ হাজার ৫০০ কেজি চাল বিতরণ করেছে উপজেলা প্রশাসন। আগের মতো এ বছরেও শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব সম্পূর্ণ হবে।

উপজেলার পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি মৃদল কান্তি সেন জানান, এ বছর দীঘিনালা শিব মন্দির, বোয়ালখালী নারায়ণ মন্দির, বাবুছড়া রাধামাধব মন্দির, সুধীর মেম্বারপাড়া জগন্নাথ মন্দির, ৯ মাইল জগন্নাথ মন্দির, রশিক নগর হরি মন্দির, মধ্য বোয়ালখালী রাধামাধব মন্দিরসহ ৭টি মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। দুর্গাপূজায় নিরাপত্তা দেওয়া ও পূজা মণ্ডপের কাজে সর্বক্ষণই খোঁজখবর নেওয়া হচ্ছে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে।

দীঘিনালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম পেয়ার আহম্মেদ বলেন, উপজেলার ৭টি পূজামণ্ডপে সর্বাত্মক নিরাপত্তার দায়িত্ব থাকবে পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত