Ajker Patrika

হাঁস-মুরগির প্রতি নিষ্ঠুরতা

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি
আপডেট : ১২ নভেম্বর ২০২১, ১৫: ১৮
হাঁস-মুরগির প্রতি নিষ্ঠুরতা

খাগড়াছড়ির দীঘিনালায় সাপ্তাহিক হাটে ৪০ থেকে ৫০ কিলোমিটার দূর থেকে মোটরসাইকেল-চাদের গাড়িতে উল্টো করে ঝুলিয়ে হাঁস-মুরগি আনা-নেওয়া করছেন ব্যবসায়ীরা। এভাবে হাঁস-মুরগি বহনে জীবজন্তুর প্রতি নিষ্ঠুরতা আইন অমান্য করা হচ্ছে। গত মঙ্গলবার সকালে দীঘিনালার বিভিন্ন সাপ্তাহিক হাট গিয়ে এই অবস্থা দেখা গেছে।

জীবজন্তুর প্রতি নিষ্ঠুরতা আইনের ১৯২০-এর ৪ (খ) ধারায় জীবজন্তুর প্রতি নিষ্ঠুরতাসহ হত্যার জন্য শাস্তির বিধান রয়েছে। আইনে বলা আছে, ‘কোনো লোক যদি কোনো জন্তুকে এমনভাবে বাঁধিয়া রাখে, যাহাতে জন্তুটি কষ্ট পায় বা জন্তুটি যন্ত্রণা ভোগ করে। এই অপরাধের জন্য এক শত টাকা জরিমানা কিংবা অনূর্ধ্ব তিন মাস পর্যন্ত কারাদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত করা হইবে।’

মঙ্গলবার সকালে দীঘিনালা হাটে গিয়ে দেখা গেছে, ৪০ থেকে ৫০টি মুরগী উল্টো করে মোটরসাইকেলে বেঁধে ও ১০০ থেকে ১২০টি হাঁস-মুরগি মাহেন্দ্রতে উল্টো করে বেঁধে খাগড়াছড়ি শহরে পৌঁছাচ্ছে। উপজেলার সাপ্তাহিক হাটের দিনগুলোতে দীঘিনালার বোয়ালখালী, কবাখালী, বড়াদম, বাবুছড়া, বাবুছড়া নতুন বাজার, মেরুং, ইয়া রাং ছড়ি, দাঙ্গাবাজার থেকে হাঁস-মুরগি উল্টো করে ঝুলিয়ে পরিবহন করা হয়।

মোটরসাইকেল চালক রবিন (২৫) বলেন, ‘আমরা ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে থাকি। হাঁস-মুরগি ব্যবসায়ীরা তাড়াতাড়ি গন্তব্যে পৌঁছতে মোটরসাইকেলে হাঁস-মুরগি বহন করেন। শুধু খাগড়াছড়িতেই এভাবে নেওয়া হয় না, সাজেকসহ রাঙামাটি সদর ও চট্টগ্রামে এভাবেই পৌঁছে।’ মাহেন্দ্র চালক সোহেল রানা বলেন, হাঁস-মুরগি বেশি হওয়া উল্টো করে ঝুলিয়ে পরিবহন করতে হচ্ছে।

হাঁস-মুরগি ব্যবসায়ী মানিক (২৯) বলেন, ‘সাপ্তাহিক হাটের দিন পরিবহনে অনেক ভিড় থাকায় যথা সময়ে হাঁস-মুরগি গন্তব্যে পৌঁছানো যায় না। তাই বাধ্য হয়ে মোটরসাইকেলে-মাহেন্দ্র ঝুলিয়ে গন্তব্যে নিয়ে থাকি।’

উপজেলার সমাজ-কর্মী দিদারুল আলম রাফি জানান, ‘পশু-পাখির প্রতি নির্মম নিষ্ঠুরতা উপজেলার সাপ্তাহিক হাটের দিনে অহরহ চোখে দেখতে পাচ্ছি। যা পশুপাখির প্রতি নিষ্ঠুরতা। দেশের প্রচলিত আইনে প্রশাসন জরিমানা করলে এভাবে উল্টো করে পরিবহন বন্ধ হবে। পশুপাখির প্রতি নিষ্ঠুরতা বন্ধ করা দরকার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত