১২ বছর হলো হাসপাতালের বারান্দায় থাকেন লক্ষ্মী রানী
লক্ষ্মী রানী দে। বয়স ৭০ বছরের ওপরে। স্বামী-সন্তান হারা অন্ধ বৃদ্ধা প্রায় ১২ বছর হল বসবাস করছেন রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের বারান্দায়। কি শীত, কি গ্রীষ্ম, কি বর্ষা কিংবা উৎসব পার্বণ কখন যে চলে যায় তাঁর জীবনে এ সবের কোন কিছু আসে যায় না।