Ajker Patrika

কাপ্তাইয়ের রাইখালীতে দুই গ্রুপের গোলাগুলিতে একজন নিহত

প্রতিনিধি, কাপ্তাই (রাঙামাটি) 
কাপ্তাইয়ের রাইখালীতে দুই গ্রুপের গোলাগুলিতে একজন নিহত

রাঙামাটির কাপ্তাই ও রাজস্থলী উপজেলার সীমান্তবর্তী এলাকায় দুই গ্রুপের গোলাগুলিতে একজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার চন্দ্রঘোনা থানার আওতাধীন ২ নম্বর রাইখালী ইউনিয়ন এর ৮ নম্বর ওয়ার্ডের তিনছড়ি নোয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। কাপ্তাই সার্কেলের অতিরিক্ত দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ বিষয়টি নিশ্চিত করেছেন।

তাপস রঞ্জন ঘোষ জানান, দুপুরে গোলাগুলির খবর পেয়ে চন্দ্রঘোনা থানার পুলিশ ঘটনাস্থলে চলে যায়। তিনি আরও জানান, তিন ছড়ি নামক এলাকায় ৪৫ বছরের এক যুবকের লাশ উদ্ধার করা হয় এবং তার মাথায় আঘাতের চিহ্ন পাওয়া যায়। আগামী কাল ময়নাতদন্তের পর বিষয়টি পরিষ্কার হবে। তবে ঘটনার সঙ্গে কারা জড়িত তা নিশ্চিত হওয়া যায়নি।

তবে বিভিন্ন সূত্র থেকে জানা যায়, চন্দ্রঘোনা থানায় নারানগিরি ও মিতিয়াছড়ি এলাকায় সন্ত্রাসী সংগঠনের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় ৫০-৬০ রাউন্ড গুলি বিনিময় হয়। এতে একজন নিহতের খবর পাওয়া গেছে। নিহত ব্যক্তি পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সদস্য বলেও জানা যায়। 

রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মারুফ আহমেদ জানান—পুলিশ ঘটনাস্থলে গেছে। সেখানে মোবাইল নেট না থাকায় তাঁদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। তাঁরা ফিরে না আসা পর্যন্ত বিস্তারিত কিছুই বলা যাচ্ছে না। পাহাড়ে চারটি আঞ্চলিক দলের প্রভাব রয়েছে। এই ঘটনা কারা ঘটিয়েছে, কে নিহত হয়েছেন তা জানাতে চাইলে তিনি বলেন, এখনো বিষয়গুলো পরিষ্কার না। ওসি ফিরে আসলে আপনাদের জানানো হবে। 
 
রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউপি চেয়ারম্যান সায়ামং মারমা বলেন, আমিও স্থানীয়ভাবে গোলাগুলি বিষয়টি শুনেছি। বিভিন্নভাবে এলাকায় খবর নেওয়ার চেষ্টা করছি। দুর্গম এলাকা ও মোবাইল নেটওয়ার্ক না থাকায় যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। 

এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত রাত সাড়ে ৯টায় চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরীর নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে চন্দ্রঘোনা থানায় নিয়ে আসেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত