Ajker Patrika

খোলেনি কাপ্তাইয়ের বিনোদন স্পট, ক্ষতির মুখে পর্যটন

প্রতিনিধি
আপডেট : ২৭ মে ২০২১, ১২: ০৫
খোলেনি কাপ্তাইয়ের বিনোদন স্পট, ক্ষতির মুখে পর্যটন

কাপ্তাই (রাঙামাটি): অপরূপ সৌন্দর্যের লীলাভূমি রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলা। কাপ্তাইয়ের প্রতিটি স্থানেই রয়েছে নয়নাভিরাম প্রাকৃতিক দৃশ্য। সবুজ পাহাড়, লেক, কর্ণফুলী নদীসহ আঁকাবাঁকা পাহাড়ি পথ যেকোনো মানুষের মনকে আকর্ষণ করে সহজেই।

বাড়তি আকর্ষণ ও ভ্রমণপিপাসুদের বিনোদন প্রদানের প্রয়াসে কাপ্তাইয়ের বিভিন্ন এলাকায় নির্মিত হয়েছে আকর্ষণীয় বিভিন্ন পর্যটন ও বিনোদন কেন্দ্র। অন্য সময় আকর্ষণীয় স্পটগুলোতে হাজার হাজার ভ্রমণপিপাসুর আগমন ঘটলেও করোনা সংক্রমণ প্রতিরোধে লকডাউনে পর্যটকশূন্য বিনোদন স্পটগুলো। দীর্ঘদিন বন্ধ থাকার ফলে পর্যটন স্পট মালিকদের হচ্ছে কয়েক লাখ টাকার ক্ষতি।

কাপ্তাই উপজেলায় ছোট–বড় মিলে ৮টি পর্যটন কেন্দ্র রয়েছে। তার মধ্যে বিজিবি পরিচালিত ওয়াগ্গা প্যানোরোমা জুম রেস্তোরাঁ, বনশ্রী পর্যটন কেন্দ্র, বন বিভাগের প্রশান্তি, কাপ্তাই সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত লেকভিউ ও লেকশোর এবং কাপ্তাই নৌবাহিনী পরিচালিত লেক প্যারাডাইস সারা বছর পর্যটকদের আনাগোনায় মুখরিত থাকে। এখন সরকারি নির্দেশনায় অফিস–আদালত, পরিবহন সবকিছু খুললেও বন্ধ রয়েছে পর্যটনকেন্দ্রগুলো।

অন্যসময় লোকসমাগম হলেও লকডাউনের কারণে বিনোদন কেন্দ্রগুলো রয়েছে ফাঁকাকাপ্তাই বালুচর প্রশান্তি পিকনিক স্পটের পরিচালক নাছির উদ্দিন বলেন, ‘দুই মাস ধরে বন্ধ আছে কাপ্তাইয়ের সব বিনোদন কেন্দ্র। ফলে চরম আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছি আমরা।’

বনশ্রী পর্যটন কমপ্লেক্সের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী রুবাইয়াৎ আক্তার চৌধুরী জানান, পর্যটকশূন্য কাপ্তাই এখন অনেকটা বিরানভূমি। ফলে দিন দিন ক্ষতির মাত্রা বাড়ছে আমাদের। বিশেষ করে বেসরকারি উদ্যোগে পরিচালিত পর্যটনকেন্দ্রগুলোর অবস্থা খুব খারাপ। তাই এই পর্যটনশিল্পকে বাঁচাতে এখন দরকার সরকারি প্রণোদনা।

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

আদালতের বিচারকাজে বাধা দেওয়ায় আইনজীবীর দণ্ড, ক্ষমা চেয়ে পার

‘ফের ধর্ষণচেষ্টার ক্ষোভে’ বাবাকে খুন, ৯৯৯-এ কল দিয়ে আটকের অনুরোধ মেয়ের

আ. লীগের ক্লিন ইমেজের ব্যক্তিদের বিএনপির সদস্য হতে বাধা নেই: রিজভী

১৫ স্থাপনায় পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংসের দাবি ভারতের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত