Ajker Patrika

কাপ্তাইয়ে পাহাড়ধসে বিধ্বস্ত তিনটি ঘর

প্রতিনিধি, কাপ্তাই (রাঙামাটি) 
আপডেট : ০১ জুলাই ২০২১, ১৪: ৪৬
কাপ্তাইয়ে পাহাড়ধসে বিধ্বস্ত তিনটি ঘর

রাঙামাটির কাপ্তাইয়ে পাহাড়ধসে তিনটি ঘর বিধ্বস্ত হয়েছে। উপজেলার ৪ নম্বর কাপ্তাই ইউনিয়নের নতুনবাজারে ঢাকাইয়া কলোনির সিঁড়িঘাট ও লগগেট এলাকায় এ ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টায় পাহাড়ধসে মো. ফরিদ ও নবী হোসেনের দুটি ঘর পার্শ্ববর্তী কর্ণফুলী নদীতে তলিয়ে যায়। নবী হোসেন কিছুটা আহত হলেও ঘরের অন্য লোকজন প্রাণে রক্ষা পায়।

এদিকে লগগেট এলাকার মামুন নামের আরও এক ব্যক্তির একটি ঘর পাহাড়ধসে ক্ষতি হয় বলে জানান স্থানীয় ইউপি সদস্য সজীবুর রহমান। তিনি বলেন, `ঘটনার সংবাদ শুনে আমি ছুটে আসি। ঘটনাস্থলে এসে দেখি পাহাড়ধসে দুটি টংঘর পার্শ্ববর্তী কর্ণফুলী নদীতে ভেসে গেছে এবং মামুন নামের আরও একটি ঘরের সামান্য ক্ষতি হয়েছে। তবে ঢাকাইয়া কলোনির পাহাড়ের ঢালুতে এখনো ৫০০ পরিবার মৃত্যুর ঝুঁকি নিয়ে বসবাস করছে। 

পাহাড় ধসে পার্শ্ববর্তী কর্ণফুলী নদীতে পরেছে ঘরকাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান জানান, প্রশাসনের পক্ষ থেকে বারবার মাইকিং করে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের নিরাপদে সরে আসার জন্য বলা হলেও অনেকেই কথা রাখেননি, তাই এ ঘটনা ঘটেছে। বর্ষা মৌসুমে পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের স্থানীয় আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য তিনি অনুরোধ জানান। 

এদিকে দুপুর ১২টার দিকে কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক ও উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান ও স্থানীয় ইউপি সদস্য সজীবুর রহমান উপস্থিত ছিলেন। 

পরে কাপ্তাই উপজেলা প্রশাসনের পক্ষ হতে পরিবারপ্রতি নগদ ২ হাজার টাকা ও ১০ কেজি চাল প্রদান করা হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত