Ajker Patrika

পাহাড়ের পাদদেশ থেকে নিরাপদে আসার অনুরোধে মাইকিং

প্রতিনিধি, কাপ্তাই (রাঙামাটি) 
পাহাড়ের পাদদেশ থেকে নিরাপদে আসার অনুরোধে মাইকিং

রাঙামাটির কাপ্তাইয়ে গত বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অতিবর্ষণ হয়েছে। ফলে পাহাড় ধসের শঙ্কা রয়েছে। জনগণের নিরাপত্তার জন্য কাপ্তাই উপজেলা প্রশাসনের পরামর্শে বুধবার সন্ধ্যা ৭টা হতে রাত সাড়ে ৯টা পর্যন্ত কাপ্তাই উপজেলার নতুনবাজার, লগগেইট, ঢাকাইয়া কলোনি, জেটিঘাট এবং শিলছড়ি এলাকায় মাইকিং করা হয়েছে। এ সময় জনগণকে নিরাপদ স্থানে আসার অনুরোধ করেছেন কাপ্তাই তথ্য অফিসের কর্মীরা। 

কাপ্তাই তথ্য অফিসার মো. হারুনের নেতৃত্বে তথ্য অফিসের কর্মীরা পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের নিরাপদ স্থান এবং স্থানীয় আশ্রয়কেন্দ্রে চলে যাওয়ার জন্য প্রচার চালান। 

কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান জানান, 'বুধবার থেমে থেমে প্রচুর বৃষ্টি হয়েছে, ফলে কাপ্তাইয়ের অনেক জায়গায় ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারী পরিবারগুলো বেশ ঝুঁকিতে আছে। আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসনের নির্দেশনায় বিগত দু মাস ধরে এই সব এলাকায় প্রচার প্রচারণা চালিয়েছি। আমাদের সঙ্গে কাপ্তাই তথ্য অফিস এবং স্থানীয় জনপ্রতিনিধিরাও ছিল। তারই ধারাবাহিকতায় অতি জরুরিভাবে গত বুধবার সন্ধ্যা থেকে রাত অবধি কাপ্তাই তথ্য অফিস প্রচার প্রচারণা চালিয়েছেন যাতে ঝুঁকিতে বসবাসকারীরা স্থানীয় আশ্রয় কেন্দ্রে যেন চলে আসে।' 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বেসরকারি স্কুল-কলেজে কর্মচারী নিয়োগের কর্তৃত্ব হারাল পরিচালনা পর্ষদ

কারাবন্দী সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদের মৃত্যু

ঘুষ-দুর্নীতির অভিযোগ ভূমি কর্মকর্তার বিরুদ্ধে, অপবাদে কেঁদেছেন কর্মচারীও

খাগড়াছড়ি সহিংসতা: ‘ভুয়া ধর্ষণ’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন হান্নান মাসউদ

মুচলেকা দিয়ে ছাড়িয়ে নিয়েছিলেন হান্নান মাসউদ, সেই রাব্বি ফের চাঁদাবাজির অভিযোগে আটক‎

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত