Ajker Patrika

ট্রলারে তুলে নেওয়া হলো জব্দ নৌকা ও জাল

প্রতিনিধি, কাপ্তাই (রাঙামাটি) 
ট্রলারে তুলে নেওয়া হলো জব্দ নৌকা ও জাল

নিষেধাজ্ঞা অমান্য করে কাপ্তাই লেকে মাছ ধরায় একটি নৌকা, ৫ হাজার মিটার কারেন্ট জাল এবং ৪ হাজার মিটার সুতার জাল জব্দ করা হয়েছে। পরে নৌকাসহ জাল ট্রলারে তুলে নেওয়া হয়। মঙ্গলবার বিকেলে কাপ্তাই মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) ও নৌ পুলিশ যৌথভাবে এ অভিযান চালায়।

জানা যায়, কাপ্তাই লেকে মৎস্য প্রজনের জন্য গত ১ মে থেকে তিন মাস মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করেন রাঙামাটির জেলা প্রশাসক। এর মাঝেও জেলেদের মাছ ধরা অব্যাহত থাকায় লেকের কুতুবছড়ি, কেংরাছড়ি, হরিনছড়াসহ আশপাশের এলাকায় অভিযান চালায় প্রশাসন। কাপ্তাই বিএফডিসি কেন্দ্রের ব্যবস্থাপক মো. মাসুদ আলম এর নেতৃত্বে মঙ্গলবার বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।

মো. মাসুদ আলম জানান, বন্ধকালীন সময়ে কিছু অসাধু মৎস্য শিকারি নিষেধাজ্ঞা অমান্য করে লেকে মাছ ধরছিল। গোপন সূত্রে খবর পেয়ে আমরা অভিযান পরিচালনা করি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত