চৌদ্দগ্রামে আদা চাষে সম্ভাবনা
চৌদ্দগ্রামে পারিবারিক পুষ্টি প্রকল্পের আওতায় বেশ কয়েকটি বাগানে আদা চাষ করা হচ্ছে। এতে ফলন খুব ভালো না হলেও সম্ভাবনা দেখছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। উপজেলা কৃষি কর্মকর্তা নাসির উদ্দিন বলছেন, আদা ছায়াযুক্ত স্থানে ভালো হয়। তাই বাড়ির আশপাশে যেকোনো স্থানে আদা চাষ করে পরিবারের চাহিদা মেটানো সম্ভব।