Ajker Patrika

২০ হাজার চুলা জ্বলছে অবৈধ গ্যাস সংযোগে

চৌদ্দগ্রাম প্রতিনিধি
আপডেট : ১৩ নভেম্বর ২০২১, ১৮: ১৮
২০ হাজার চুলা জ্বলছে অবৈধ গ্যাস সংযোগে

চৌদ্দগ্রামের ১৩ ইউনিয়নের বিভিন্ন গ্রামের আবাসিক বাসায় আনুমানিক ২০ হাজার চুলা অবৈধ গ্যাস সংযোগে জ্বলছে। বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড গত পাঁচ মাসে সাড়ে চার কিলোমিটার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করলেও এখনো অধিকাংশ ইউনিয়নে অবৈধ সংযোগ রয়ে গেছে। এতে কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার। বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড সূত্রে এসব তথ্য জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের উত্তর বেতিয়ারা, সাতঘড়িয়া, খাজুরিয়া, গুণবতী ইউনিয়নের রামপুর, বাতিসা ইউনিয়নের দৈয়ারা ও বরৈয়া, আলকরা ইউনিয়নের পূর্ব ডেকরা, কুলাসার, ধোপাখিলা, মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ, বসন্তপুর, ফুলমুড়িসহ ১৩ ইউনিয়নের বিভিন্ন গ্রামে অবৈধভাবে টানা গ্যাস সংযোগের মাধ্যমে গ্যাস ব্যবহার করার প্রবণতা বেশি। এসব সংযোগের ব্যবস্থা করে দিতে এলাকায় কয়েকটি সিন্ডিকেট তৈরি হয়েছে। এঁরা চুলা প্রতি ১ থেকে ২ লাখ টাকার বিনিময়ে গ্যাস সংযোগের ব্যবস্থা করে দিচ্ছে। বাসিন্দাদের সরবরাহ করছে বিলের ভুয়া বই।

এদিকে বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ এসব অবৈধ সংযোগ বিচ্ছিন্নে অভিযানে গেলে বাধার মুখেও পড়েন। অনেক বাসিন্দা দাবি করেন, তাঁরা বহু বছর ধরে গ্যাস সংযোগ ব্যবহার করে আসছেন। এ জন্য প্রতি মাসে ব্যাংকে বইয়ের মাধ্যমে বিল পরিশোধ করছেন।

খাজুরিয়া গ্রামের রহিম মিয়া বলেন, ‘বহু বছর ধরে গ্যাস ব্যবহার করছি। প্রতি মাসে বিল পরিশোধ করছি। কিন্তু এখন দেখি বাখরাবাদ কর্মকর্তারা এসে আমাদের লাইন কেটে দিয়েছে। এটা যদি অবৈধ হতো তাহলে ব্যাংক কীভাবে আমাদের বিল নিল।’

উত্তর বেতিয়ারা গ্রামের শাকিল উদ্দিন সবুজ বলেন, ‘আমাদের গ্যাস সংযোগ অবৈধ হতে পারে না। প্রমাণ হিসেবে আমার হাতে রয়েছে ডিমান্ড নোট ও পাস বই।’

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক শাহনুর আলম বলেন, প্রতি মাসে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে তারা অভিযান চালাচ্ছেন। বর্তমানেও যেসব এলাকায় অবৈধ সংযোগ রয়ে গেছে তা পর্যায়ক্রমে বিচ্ছিন্ন করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত