Ajker Patrika

চৌদ্দগ্রামের ৪ ইউনিয়নে অনুসন্ধান করবে বাপেক্স

চৌদ্দগ্রাম প্রতিনিধি
আপডেট : ০৮ নভেম্বর ২০২১, ১৫: ৪৮
চৌদ্দগ্রামের ৪ ইউনিয়নে অনুসন্ধান করবে বাপেক্স

চৌদ্দগ্রামের ৪টি ইউনিয়নে গ্যাসের খনির অনুসন্ধান করবে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)। এ ব্যাপারে প্রস্তুতি শেষ পর্যায়ে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ইউনিয়নগুলো হলো আলকরা, গুণবতী, জগন্নাথদীঘি ও চিওড়া। গতকাল রোববার তথ্যটি নিশ্চিত করেন সংশ্লিষ্ট প্রকল্পের ব্যবস্থাপক মুহাম্মদ জোবায়ের হোসেন।

মুহাম্মদ জোবায়ের হোসেন জানান, দেশের ক্রমবর্ধমান গ্যাস সংকট মোকাবিলায় নতুন গ্যাস ক্ষেত্র আবিষ্কারের লক্ষ্যে সরকার কর্মপরিকল্পনা নিয়েছে। চলতি বছরের ২৬ জুলাই সরকার ‘২ডি সাইসমিক সার্ভে ওভার এক্সপ্লোরেশন ব্লক ১৫ এবং ২২’ নামক একটি প্রকল্পের অনুমোদন দেয়।

এ প্রকল্পের আওতায় চট্টগ্রাম বিভাগের কুমিল্লা, ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজার জেলাসহ তৎসংলগ্ন এলাকায় ৩ হাজার লাইন কিলোমিটারজুড়ে ২ডি সাইসমিক উপাত্ত সংগ্রহের পরিকল্পনা নেওয়া হয়েছে।

চৌদ্দগ্রামে কাজ শুরুর ব্যাপারে গতকাল রোববার প্রকল্পের ব্যবস্থাপক (কারিগরি) মুহাম্মদ জোবায়ের হোসেন প্রশাসনিক সহায়তা চেয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে একটি আবেদন জমা দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত